shono
Advertisement

Breaking News

BJP

নীতীশ-নায়ডুকে পাশে নিয়ে চওড়া হাসি মোদির, রাতেই সরকার গড়ার দাবি পেশ এনডিএ'র!

Published By: Amit Kumar DasPosted: 06:08 PM Jun 05, 2024Updated: 07:43 PM Jun 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের ফলপ্রকাশের পর এনডিএ জোটে এই মুহূর্তে হীরের টুকরো শরিকের মর্যাদা পেয়েছে জেডিইউ ও টিডিপি। এই দুই শরিকই সরকার গঠনের মূল কারিগর। বুধবার সকালে শরিক দলগুলির সঙ্গে দীর্ঘ আলোচনায় রফা চূড়ান্ত হওয়ার পর এনডিএ জোটকে সমর্থন দিলেন নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডু। সূত্রের খবর, দুই দলনেতার কাছ থেকে লিখিত সমর্থন পাওয়ার পর বুধবার রাতেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে চলেছে বিজেপি।

Advertisement

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার রাতেই বিদায়ী মন্ত্রিসভাকে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই নৈশভোজে যোগ দেওয়ার আগে এদিন সকালেই সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দেয় বিজেপি। এনডিএ'র সব শরিকদের নিয়ে রাজধানীর ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয় বৈঠক। পাশে নীতীশ ও চন্দ্রবাবুকে নিয়ে বেশ উৎফুল্ল মেজাজেই ফ্রেমে ধরা দেন মোদি। ফলে মনে করা হচ্ছে, দাবি-দাওয়া নিয়ে সংঘাতের মেঘ আপাতত কেটেছে। সূত্রের খবর, পাঁচ থেকে ছটি ক্যাবিনেট পদ দাবি করেছেন চন্দ্রবাবু নায়ডু। জেডি(ইউ) শিবিরেও নাকি হাওয়া উঠছে নীতীশই প্রধানমন্ত্রী পদের দাবিদার। পাশাপাশি অমিত শাহকে নাকি পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন না জেডি(ইউ) প্রধান। এই সব দাবিদাওয়ার মধ্য থেকে সামঞ্জস্যপূর্ণ রফাসূত্র বের হওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি।

[আরও পড়ুন: মহারাষ্ট্রে বিপর্যয় বিজেপির, ইস্তফা দিতে চান ফড়নবিস]

সূত্রের খবর, রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী মন্ত্রীসভার নৈশভোজ সম্পন্ন হওয়ার পর রাতেই নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। এর পর এনডিএ শরিক দলগুলির সমর্থনপত্র রাষ্ট্রপতির কাছে পেশ করে সরকার গঠনের দাবি জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি (BJP)। তবে ম্যাজিক ফিগার পেরিয়েছে এনডিএ (NDA) জোট। তাই শরিক-নির্ভর হয়েছেন দাপুটে নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিংমেকার বিসেবে অস্তিত্ব জাহির করেছেন নীতিশ কুমার (Nitish Kumar) ও চন্দ্রবাবু নায়ডু (Chandrababu Naidu)। তাই সরকার গঠনে বিজেপির কাছে এখন কার্যত হীরের টুকরো জেডিইউ ও টিডিপি।

[আরও পড়ুন: ভোটবাক্স খুলতেই উধাও ৩০ লক্ষ কোটি টাকা! বাজারকে প্রভাবিত করতেই কি এক্সিট পোল ‘স্ক্যাম’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শরিক দলগুলির সঙ্গে দীর্ঘ আলোচনায় রফা চুড়ান্ত
  • সরকার গঠনে বিজেপিকে সমর্থন জেডিইউ ও টিডিপি।
  • রাতেই রাষ্ট্রপতি ভবনে সরকার গঠনের দাবি জানাতে পারে বিজেপি।
Advertisement