অর্ণব দাস, বারাসত: গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। ধৃতের নাম বিজয় মালাকার (৩১)। ধৃতকে আজ সোমবার আদালতে তোলা হয়। তাঁকে ফাঁসানো হয়েছে। এমনই দাবি করেছেন ধৃত ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি হাবড়া থানার গোয়ালবাটি এলাকার। নির্যাতিতা ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে বিরক্ত করতেন ওই যুবক। মাঝেমধ্যে তাঁকে কুপ্রস্তাবও দেওয়া হত। এসব বিষয়ে যথেষ্ঠ ভীত থাকতেন ওই গৃহবধূ। গত ১১ তারিখ রাতে ওই গৃহবধূ শৌচালয় যাওয়ার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন। সেসময় ওই বিজয় মালাকার ওই বাড়ির আশপাশেই ছিলেন।
রাতের অন্ধকারে ওই বধূকে জোর করে ধরে মুখবন্ধ করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে না বলতেও বলা হয়েছিল। প্রথম দিকে ঘটনার কথা কাউকে জানাননি ওই নির্যাতিতা। পরে তিনি পরিবারের সদস্যদের সব কথা জানান। রবিবার বিকেলে হাবড়া থানায় ওই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরেই পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ সোমবার ধৃতকে বারাসত আদালতে তোলা হয়। ধৃতকে পুলিশ হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছে আদালতে।
বিজেপি কর্মী গ্রেপ্তারের ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা বলেন, "শুনেছি হাবড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি কর্মী গ্রেপ্তার হয়েছেন। আইন আইনের পথে চলবে।" পাশাপাশি তিনি বিজেপি দল সম্পর্কেও কটাক্ষ করেন। বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন, "যদি অভিযুক্ত বিজয় মালাকার দোষী হয়, আইন আইনের পথে চলবে।" সঠিক তদন্তের দাবি তোলা হয়েছে। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মী। তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন বিজয় মালাকার। ওই নির্যাতিতার মেডিক্যাল টেস্টও হয়েছে বলে খবর।