shono
Advertisement

ফের বিপাকে রাহুল গান্ধী, এবার নয়া অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

মোদিকে 'পনৌতি' বলে এমনিতেই বেশ চাপে রাহুল।
Posted: 03:44 PM Nov 25, 2023Updated: 04:12 PM Nov 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের ভোটের দিনই নয়া অভিযোগে বিদ্ধ কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সোশাল মিডিয়ায় ভোটের প্রচার করার অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে। যা নিয়ে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছে বিজেপি।

Advertisement

দিন দুই আগেই রাহুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অন্য একটি অভিযোগে নালিশ করেছিল গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘পনৌতি’ এবং ‘পকেটমার’ বলায় রাহুলের শাস্তির দাবি করেছে বিজেপি। সেই নিয়ে রাহুলের জবাবও তলব করেছে কমিশন। এবার প্রচারের সময় পেরনোর পরও সোশাল মিডিয়ায় ভোটপ্রচারের অভিযোগ উঠল কংগ্রেস নেতার বিরুদ্ধে।

[আরও পড়ুন: লজ্জায় মুখ ঢাকছে বাণিজ্য নগরী! মুম্বইয়ে দশ বছরে ধর্ষণ বেড়েছে ১৩০ শতাংশ]

আসলে রাহুল শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। ওই পোস্টে রাজস্থান ভোটের (Rajasthan Election) জন্য কংগ্রেসের দেওয়া যাবতীয় প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। বিজেপি বলছে, এক্স হ্যান্ডেলে ওই পোস্ট করে নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন কংগ্রেস সাংসদ। কারণ জনপ্রতিনিধি আইন অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে সবরকম প্রচার বন্ধ করে দিতে হয়। অথচ রাহুল ভোটের দিনই সোশ্যাল মিডিয়ায় দলের প্রচার করেছেন।

[আরও পড়ুন: ওড়িশা থেকে উদ্ধার বাংলার নিখোঁজ কলেজ ছাত্রের দেহ, সন্তানহারা আরামবাগের পরিবার

যদিও কংগ্রেস (Congress) বলছে, জনপ্রতিনিধি আইনে সোশাল মিডিয়ার প্রচারে কোনও নিষেধাজ্ঞা নেই। তাই রাহুলের সোশাল মিডিয়া পোস্ট মোটেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা নয়। বিজেপি আসলে হারের ভয়ে এসব করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement