shono
Advertisement

Breaking News

বিজেপির বনধকে বেআইনি ঘোষণার দাবি, হাই কোর্টে তৃণমূল সাংসদের জনস্বার্থ মামলা

বনধ রুখতে কড়া নির্দেশ রাজ্য সরকারের৷ The post বিজেপির বনধকে বেআইনি ঘোষণার দাবি, হাই কোর্টে তৃণমূল সাংসদের জনস্বার্থ মামলা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:41 PM Sep 24, 2018Updated: 01:41 PM Sep 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামপুর কাণ্ডে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধকে বেআইনি ঘোষণার দাবিতে কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা৷ আজ, উচ্চ আদালতে তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি মামলা দায়ের করেন৷ মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা৷ অন্যদিকে, দাঁড়িভিটে পৌঁছে গিয়েছে মন্দাক্রান্তা সেন-সহ বাম বুদ্ধিজীবীদের একটি প্রতিনিধি দল৷ দেখা করার কথা মৃতের পরিবারের সঙ্গে৷

Advertisement

[অগ্নিনির্বাপণ যন্ত্র কেনায় এখনও অনীহা শহরে, সুরক্ষা নিয়ে উদ্বেগ বিশেষজ্ঞদের]

আদালত সূত্রে খবর, যেহেতু দেশের শীর্ষ আদালত ও হাই কোর্ট বনধকে বেআইনি বলে আগেই ঘোষণা করেছে, ফলে বিজেপির ডাকা এই বনধকেও ‘কালো তালিকাভুক্ত’ করার দাবি জানান সাংসদ৷ যদিও, বনধ রুখতে রাজ্য সরকারের তরফে একগুচ্ছে বিধিনিষেধ জারি করা হয়েছে৷ বনধের দিনে কাজে না আসা কর্মীদের বেতন ও কর্মজীবন থেকে একদিন বাদ দেওয়ার বিষয়েও বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ পুলিশের তরফেও একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ বনধের দিনে বাংলার সচল রাখতে শাসকদল তৃণমূলের তরফেও পথে নামা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ ইউরোপ সফরে গিয়ে বনধের বিরোধী বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রশাসন ও দলীয় স্তরে বনধ বিরোধী অবস্থান স্পষ্ট হওয়ার পর তৃণমূলের তরফে এবার আইনি পথে লড়াইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর৷ আদালত সূত্রে খবর, আজ, সোমবার কলকাতা হাই কোর্টে বনধ রুখতে মামলা দায়ের করেন তৃণমূল সাংসদ৷

[পুঁতির মালা বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ, প্রেমের ফাঁদে গ্রেপ্তার প্রতারক]

অন্যদিকে আজ, ইসলামপুরের দাঁড়িভিটে দাঁড়িয়ে পুলিশকে গাছে বেঁধে পেটানোর নিদান দিয়ে গ্রেপ্তার বিজেপির উত্তর দিনাজপুরের জেলা সভাপতি শংকর চক্রবর্তীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷ রাখা হয়েছে আইসিইউয়ে৷ শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা নিয়ে সোমবার রাত থেকেই হাসপাতালে ভরতি অভিযুক্ত বিজেপি নেতা৷ পুলিশ সূত্রে খবর, আজ সন্ধ্যায় অভিযুক্তকে আদালতে তুলবে পুলিশ৷ ধৃতকে জেরা করতে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে পুলিশ৷

[শহরে ফের হৃদযন্ত্র প্রতিস্থাপনের নজির, বাইশের হৃদয় বসল ৫৫-এর বুকে]

ইসলামপুরের দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে আজ দাঁড়িভিটে যাচ্ছেন লেখিকা মন্দাক্রান্তা সেন-সহ বাম বুদ্ধিজীবীর মহলের একটি দল৷ মৃত দুই ছাত্রের পরিবারের সদস্যদের সঙ্গে দেখাও করবেন তাঁরা৷ কথা বলবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে৷ পুলিশ-জনতার সংঘর্ষে গুলিতে দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে একটি কবিতাও লিখেছেন মন্দাক্রান্তা৷

The post বিজেপির বনধকে বেআইনি ঘোষণার দাবি, হাই কোর্টে তৃণমূল সাংসদের জনস্বার্থ মামলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement