shono
Advertisement

‘নারদকাণ্ডে ফাঁসানোর চেষ্টা করছেন মমতা’, বিস্ফোরক অভিযোগ মুকুলের

আইপিএস মির্জার সঙ্গে মুখোমুখি বসিয়ে বিজেপি নেতাকে জেরা! The post ‘নারদকাণ্ডে ফাঁসানোর চেষ্টা করছেন মমতা’, বিস্ফোরক অভিযোগ মুকুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:54 PM Sep 28, 2019Updated: 12:41 PM Sep 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদকাণ্ডে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী৷ শনিবার সিবিআই জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুকুল রায়৷ বিজেপি নেতার দাবি করেন, নারদকাণ্ডে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুখ দিয়ে তাঁর নাম বলিয়ে, তাঁকে ফাসানোর চেষ্টা করছেন তৃণমূল সুপ্রিমো৷

Advertisement

[ আরও পড়ুন: ‘বিনাশকালে বিপরীত বুদ্ধি’, শহিদ তর্পণের মঞ্চ থেকে মমতাকে তোপ নাড্ডার ]

নারদকাণ্ডে শনিবার দুপুর আড়াইটে নাগাদ নিজাম প্যালেসে হাজির হন বিজেপি নেতা মুকুল রায়৷ সিবিআই সূত্রে খবর, প্রথমে একান্তে মুকুল রায় ও আইপিএস অফিসার মির্জাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা৷ তারপর মুখোমুখি বসিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়৷ নারদা কাণ্ডে অভিযুক্তদের ভয়েস রেকর্ড পরীক্ষার পর বৃহস্পতিবার বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জাকে গ্রেপ্তার করেন আধিকারিকরা৷ আদালতের নির্দেশে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে রাখবেন তদন্তকারীরা৷ মির্জার গ্রেপ্তারির পরই মুকুল রায়কে শুক্রবার হাজির হওয়ার নোটিস দেন তদন্তকারীরা৷ কিন্তু সেই হাজিরা এড়িয়ে যান বিজেপি নেতা৷ প্রতিনিধি মারফত চিঠি পাঠিয়ে তদন্তকারীদের তিনি জানান, দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকবেন, তাই আসতে পারবেন না৷ এরপর শনিবার আসার জন্য মুকুল রায়কে ফের নোটিস পাঠান সিবিআইয়ের তদন্তকারীরা৷ সেই নোটিস মতোই এদিন দুপুর আড়াইটেয় নিজাম প্যালেসে হাজির হন মুকুল রায়৷ প্রায় আড়াই ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা৷

[ আরও পড়ুন: মহালয়ায় চণ্ডীপাঠ-তর্পণ, পিতৃপুরুষের স্মৃতিতে বুঁদ বাঙালি ]

প্রসঙ্গত, ২০১৬-র বিধানসভা নির্বাচনের মুখে নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের স্টিং অপারেশন হইচই ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। যেখানে হাত পেতে টাকা নিতে দেখা যায় তৃণমূলের এক ঝাঁক সাংসদ, বিধায়ক ও মন্ত্রীকে৷ ঘটনায় নাম জড়ায়, তখন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়, তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিমের৷ এছাড়া অভিযোগের আঙুল ওঠে শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায় ও সুব্রত মুখোপাধ্যায়র মতো শীর্ঘ তৃণমূল নেতৃত্বে৷ বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জাকেও এই স্টিং অপারেশনে দেখা যায়৷

The post ‘নারদকাণ্ডে ফাঁসানোর চেষ্টা করছেন মমতা’, বিস্ফোরক অভিযোগ মুকুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার