ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: সাতসকালে অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের সামনে থাকা গাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বোলপুরে (Bolpur)। বিস্ফোরণের তীব্রতায় রীতিমতো দুমড়ে যায় গাড়িটি। কিন্তু কী থেকে এই কাণ্ড, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।
রবিবার মানেই ছুটির মেজাজ। তাই সকাল থেকেই খোদ অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের সামনে দাঁড়িয়ে লাল রঙেয়ের গাড়ি নিয়ে কারও মনেই সে অর্থে কোনও প্রশ্ন জাগেনি। কিন্তু আচমকা বিকট শব্দ পেতেই যেন গোটা ছবিটা পালটে যায়। আওয়াজে স্থানীয়রা ঘর থেকে বের হতেই দেখেন দুমড়ে গিয়েছে দাঁড়িয়ে থাকা লাল রঙয়ের গাড়িটি। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। খতিয়ে দেখে সমস্তটা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিস্ফোরণ। তবে এবিষয়ে এখনও নিশ্চিত নয় তাঁরা।
[আরও পড়ুন: নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে হাজির করোনা রোগী! প্রৌঢ়ের কীর্তিতে হতবাক স্থানীয়রা]
কিন্তু বিস্ফোরণের কারণ যাই হোক, গাড়িটি কার? কী কারণে সাতসকালে ওই এলাকায় রাখা হয়েছিল সেটিকে? তা নিয়ে সম্পূর্ণ ধোঁয়াশায় পুলিশ। পরিকল্পনামাফিকই গাড়িটি সেখানে রাখা হয়েছিল কি না, তা ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের।
[আরও পড়ুন: করোনা নাকি অন্য কিছু? পাঁশকুড়ার তৃণমূল কাউন্সিলরের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা]
The post অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের সামনে থাকা গাড়িতে বিস্ফোরণ, চাঞ্চল্য বোলপুরে appeared first on Sangbad Pratidin.