shono
Advertisement

কালীঘাটে কালিম্পংয়ের মহিলা পুলিশ কর্মীর রহস্যমৃত্যু, হোটেল থেকে উদ্ধার দেহ

মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা।
Posted: 04:32 PM Nov 25, 2021Updated: 06:01 PM Nov 25, 2021

অর্ণব আইচ: কলকাতার (Kolkata) হোটেলে অচৈতন্য অবস্থায় উদ্ধার কালিম্পংয়ের মহিলা পুলিশ কর্মী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকরা। এই ঘটনাকে কেন্দ্র করে  তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কালীঘাট চত্বরে। ঘটনার তদন্ত শুরু করেছে কালীঘাট থানার পুলিশ।

Advertisement

ওই প্রৌঢ়ার নাম বিন্দু লামা সুব্বা। বয়স ৫১ বছর। কালিম্পং পুলিশে কর্মরত ছিলেন তিনি। ২৩ নভেম্বর কালীঘাট থানার (Kalighat Police Station) অন্তর্গত কালিদাস পতিতণ্ডি লেনের একটি হোটেলে ওঠেন দার্জিলিংয়ের বাসিন্দা বিন্দু। যেহেতু কালিম্পং পুলিশের অন্যান্য আধিকারিকদের সঙ্গে  কলকাতায় এসেছিলেন বিন্দু, সেই কারণে কালীঘাট থানার তরফে হোটেল বুক করে দেওয়া হয়। প্রথমে স্বাভাবিক ছিল সবটা। ২৪ তারিখ সন্ধেয় চা আর পাউরুটি অর্ডার দেন বিন্দুদেবী। খাবার নিয়ে গিয়ে এক হোটেল কর্মী দেখেন দরজা খোলা, বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন বিন্দু। সঙ্গে সঙ্গে খবর দেওয়া পুলিশে। এরপরই প্রৌঢ়াকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই স্পষ্ট হবে বিন্দুর মৃত্যুর কারণ।

[আরও পড়ুন: ছানি অপারেশনে এক চোখ নষ্ট, হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনে অসহায় চা ব্যবসায়ী]

ছবি: পিন্টু প্রধান।

পুলিশের তরফে জানানো হয়েছে, কীভাবে মৃত্যু হল ওই প্রৌঢ়ার তা জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই গোটা বিষয়টি স্পষ্ট হবে।  

[আরও পড়ুন: বিয়ের ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার বায়ুসেনা কর্মীর মা, পলাতক ‘পাত্র’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement