দেবব্রত মণ্ডল, বারুইপুর: হাসপাতালের গেটের বাইরে আবর্জনার মাঝেই দুই সদ্যোজাতর দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে (Canning)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে হাসপাতালের ‘মাতৃমা’ বিল্ডিংয়ের গেটের পাশেই দেহ দুটি পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। তারপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর, মেনকা সরদার নামে এক প্রসূতি মৃত যমজ বাচ্চা প্রসব করেছিলেন বৃহস্পতিবার। মৃত শিশুদুটিকে তুলে দেওয়া হয়েছিল পরিবারের হাতে। প্রসূতির শাশুড়ি মুক্ত সরদার মৃত বাচ্চাগুলোকেই হাসপাতালের গেটে ফেলে পালিয়ে যায় বলেই অভিযোগ।
[আরও পড়ুন: টিটাগড়ে একের পর এক খুন, বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক রাজ চক্রবর্তী]
জানা গিয়েছে, মৃত শিশুদের মা এখনও ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। খোঁজ চলছে তাঁর শাশুড়ির। জানা গিয়েছে, ওই মহিলার আগেও একটি সন্তান হয়েছিল। সেও মারা যায়। প্রসঙ্গত, এদিন ময়লা আবর্জনার মধ্যে বাচ্চাগুলোকে দেখার পর অন্যান্য রোগীর পরিজনদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় ক্যানিং থানায়।