সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের করোনার (Corona Virus) বলিউড বলিউডের অভিনেতা। প্রয়াত ‘স্পেশাল অপস’ খ্যাত অভিনেতা বিক্রমজিৎ কনরাওয়ারপাল (Bikramjeet Kanwarpal)। মাত্র ৫২ বছর বয়স ছিল বিক্রমজিতের। সেনার অফিসার ছিলেন তিনি। সেখান থেকে অবসর নেওয়ার পরই সিনেমার জগতে পা রাখেন।
পয়লা মে বিক্রমজিতের প্রয়াণের খবর দেন বলিউডের প্রযোজক-পরিচালক অশোক পণ্ডিত (Ashok Pandit)। টুইটারে তিনি লেখেন, “আজ সকালে মেজর বিক্রমজিৎ কনওয়ারপালের কোভিডে কারণে মৃত্যুর খবর পেয়ে খুব খারাপ লাগছে। সেনার অবসরপ্রাপ্ত অফিসার বহু সিনেমা এবং সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তাঁর পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা রইল। ওঁ শান্তি। ”
[আরও পড়ুন: ফের ত্রাতার ভূমিকায়, এবার রিয়ালিটি শোয়ের প্রতিযোগীর গোটা গ্রামের রেশনের দায়িত্ব নিলেন সোনু]
৫২ বছরের বিক্রমজিৎ কনরাওয়ারপাল ২০০৩ সালে ভারতীয় সেনা (Army Officer) থেকে অবসর নেন। তারপরই অভিনয় জগতে আসেন। ‘পেজ ৩’, ‘রকেট সিং সেলসম্যান অফ দ্য ইয়ার’, ‘আরক্ষণ’, ‘মার্ডার ২’, ‘২ স্টেটস’, ‘ দ্য গাজি অ্যাটাক’-এর মতো একাধিক হিট সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘দিয়া অউর বাতি হম’, ‘ইয়ে হ্যায় চাহাতে’, ‘দিল হি তো তো হ্যায়’-র মতো হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন। ডিজনি প্লাস হটস্টারের ‘স্পেশ্যাল অপস’ সিরিজে অভিনয় করেছিলেন জি. পি. মাথুরের চরিত্রে। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকেই।
করোনার দ্বিতীয় ঢেউয়ের বলিউডে যেন মৃত্যু মিছিল। গত মাসে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে বলিউডের ৮১ বছরের চরিত্রাভিনেতা কিশোর নন্দলস্করের (Kishore Nandlaskar)। তার কিছুদিন পরেই প্রয়াত হন বলিউডে বিখ্যাত নদিম-শ্রবণ জুটির শ্রবণ রাঠোরের (Shravan Rathod)। কোভিড পজিটিভ ছিলেন তিনিও। এদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত ৪৭ বছরের অভিনেতা অমিত মিস্ত্রি। তবে তিনি করোনা পজিটিভ ছিলেন না। এমন পরিস্থিতিতেই আবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর (Randhir Kapoor)। করোনা আক্রান্ত হয়েছিলেন ‘পাটিয়ালা বেবস’ খ্যাত অভিনেতা অনিরুদ্ধ দেব (Aniruddh Dave)। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ICU-তে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।