shono
Advertisement

‘বিহু বিহারের উৎসব’, হেমার টুইটে ক্ষুব্ধ অসম, ভুল বুঝে চাইলেন ক্ষমা

যদিও বিহু সংক্রান্ত যাবতীয় টুইট ডিলিট করে দিয়েছেন হেমা।
Posted: 07:48 PM Apr 14, 2023Updated: 07:48 PM Apr 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহু উৎসবের আমেজে মজে গোটা অসম। আর সেই বিহুর শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে হেমা মালিনী। টুইটে তিনি বিহু পরবকে বিহারের উৎসব বলে দাবি করেন। আর তার জেরে ক্ষোভে ফুঁসছে অসম। নেটদুনিয়ায় চরম কটাক্ষের শিকার ‘ড্রিম গার্ল’। তড়িঘড়ি ক্ষমাও চাইলেন তিনি।

Advertisement

অসমের প্রাণের পরব বিহু। নতুন ফসল বপনের দিন। এই দিন নিয়ে যত কাণ্ড। হেমা মালিনী প্রথমে টুইটে দাবি করেন বিহু বিহারের উৎসব। তাতে কার্যত রে রে করে তেড়ে আসেন নেটিজেনরা। অনেকেই হেমা মালিনীর বিহু নিয়ে ধারণা সম্পর্কে প্রশ্ন তুলতে শুরু করেন। এরপরই ড্যামেজ কন্ট্রোলে নিজেই আসরে নামেন হেমা। তড়িঘড়ি টুইট প্রত্যাহার করেন। ভুল তথ্য দেওয়ার জন্য ক্ষমাও চেয়ে নেন।

[আরও পড়ুন: অন্য নারীতে মন! মেয়ে-জামাইয়ের সাহায্যে যৌনাঙ্গ কেটে স্বামীকে ‘খুন’ স্ত্রীর]

তবে এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার বিতর্কে নাম জড়িয়েছে হেমার। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে হেমা মালিনীকে চাষের খেতে নেমে ফসল কাটতে দেখা গিয়েছিল। আবার ভোটে জেতার পরই অবস্থান বদল করতেও দেখা যায় বিজেপির তারকা সাংসদকে। বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের সমালোচনা করেন হেমা। অভিনেত্রী প্রত্যুষার মৃত্যুকেও ‘সেন্সলেস সুইসাইড’ বলে বিতর্কে জড়িয়েছিলেন।

[আরও পড়ুন: ‘শ্বেত হস্তির মতো দাপিয়ে বেড়াচ্ছেন রাজ্যপাল, একক নিয়ন্ত্রণ মানব না,’ বিস্ফোরক ব্রাত্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement