shono
Advertisement

ভোটের আগে রাজারহাটে বোমা বিস্ফোরণ, আহত ২

বিস্ফোরণের কারণ নিয়ে ধন্দে পুলিশ। The post ভোটের আগে রাজারহাটে বোমা বিস্ফোরণ, আহত ২ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:52 PM May 10, 2019Updated: 03:41 PM May 10, 2019

কলহার মুখোপাধ্যায়: ভোটের আগে শহরে বিস্ফোরণ। সাতসকালে বিস্ফোরণ ঘটল রাজারহাটে। বিস্ফোরণে আহত হয়েছেন দু’জন। এলাকায় চাঞ্চল্য। কীভাবে বিস্ফোরণ ঘটল? তা নিয়ে ধন্দে পুলিশ।

Advertisement

[ আরও পড়ুন: দাবি পূরণের আশ্বাস প্রার্থীদের, ‘নোটা’র ডাক প্রত্যাহার যৌনকর্মীদের]

আগামী ১৯ এপ্রিল শেষ দফায় লোকসভা ভোট কলকাতার দুটি লোকসভা কেন্দ্রে। তার ঠিক আগেই বিস্ফোরণ ঘটল রাজারহাটে। বৈদিক ভিলেজের কাছে রাস্তা তৈরির কাজ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে যখন রাস্তার ধারে স্টোনচিপস সরাচ্ছিলেন শ্রমিক, তখন বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকায়। বিস্ফোরণে আহত হন দু’জন শ্রমিক। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ভোটের মুখে বিস্ফোরণের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে রাজারহাটে। বিস্ফোরণের কারণ অবশ্য এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাস্তার ধারে স্টোনচিপসের নিচে সম্ভবত বোমা লুকিয়ে রাখা হয়েছিল। স্টোনচিপস সরানোর সময় কোনওভাবে সেই বোমা ফেটে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এদিকে ষষ্ঠ দফার ভোটে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। আগামী রবিবার জঙ্গলমহলে জেলাগুলিতে মোতায়েন থাকবে ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর, সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চেষ্টা চলছে। ষষ্ঠ দফার ভোট নিয়ে আলোচনার জন্য কলকাতায় আসছেন ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন।

[ আরও পড়ুন:  জেলায় ভোটের ডিউটিতে কলকাতা পুলিশ, শহরের ট্রাফিকের দায়িত্ব পাচ্ছেন হোমগার্ডরা]

The post ভোটের আগে রাজারহাটে বোমা বিস্ফোরণ, আহত ২ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement