shono
Advertisement

করোনা কালে সেনা হাসপাতালে মোটা বেতনের চাকরির সুযোগ, জেনে নিন খুঁটিনাটি

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে নিয়োগ।
Posted: 01:38 PM May 17, 2021Updated: 01:38 PM May 17, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম থেকেই করোনার (CoronaVirus) সঙ্গে অবিরাম লড়াই করে চলেছেন চিকিৎসকরা। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ইতিমধ্যেই করোনার বলিও হয়েছে একাধিক চিকিৎসক। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন হাসপাতালে নিয়োগ করা হচ্ছে, চিকিৎসক-স্বাস্থ্যকর্মী। এবার চিকিৎসক নিয়োগ করবে সেনা হাসপাতাল। চু্ক্তির ভিত্তিতে ৮৯ জনকে নিয়োগ করা হবে। কীভাবে আবেদন করবেন? জেনে নিন খুঁটিনাটি।

Advertisement

মোট শূন্যপদ -৮৯

১. জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার – ৬২
২.বিশেষজ্ঞ চিকিৎসক-২৭

শিক্ষাগত যোগ্যতা (জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার)- এমবিবিএস পাশরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে।

বেতন- এই পদে নিযুক্তদের মাসিক বেতন ৭৫০০০ হাজার টাকা।

[আরও পড়ুন: ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল ইনস্টিটিউটে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

শিক্ষাগত যোগ্যতা (বিশেষজ্ঞ চিকিৎসক)- এমবিবিএস উত্তীর্ণরা কোনও বিষয়ে স্পেশ্যালাইজেশন করা থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। ডিগ্রি থাকলে ১ বছরের অভিজ্ঞতা ও যাঁরা ডিপ্লোমা করেছেন তাঁদের ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে।

বেতন- এই পদে নিযুক্তদের মাসিক বেতন ৮৫০০০ হাজার টাকা।

আবেদন ও নিয়োগের পদ্ধতি- ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমেই সেনা হাসপাতালে এই নিয়োগ করা হবে। ফলে আবেদন করার প্রয়োজন নেই। শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতার শংসাপত্র নিয়ে সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউতে যোগ দিতে পারবেন আগ্রহীরা।

ইন্টারভিউয়ের তারিখ – ২১ থেকে ৩০ জুন পর্যন্ত চলবে ওয়াক-ইন-ইন্টারভিউ।

আগ্রহী প্রার্থীরা সীমান্ত রক্ষী বাহিনীর অফিসিয়াল ওয়েব সাইটে (https://bsf.gov.in) পেয়ে যাবেন ইন্টারভিউয়ের যাবতীয় তথ্য।

[আরও পড়ুন: নার্সিং পাশ করেছেন? বিশেষ প্রশিক্ষণের সুযোগ রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে, জেনে নিন খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement