shono
Advertisement

সন্তানকে বাঁচাতে চিতাবাঘের উপর ঝাঁপালেন মহিলা! সাহস আর বুদ্ধিকে কুর্নিশ

প্রাণে বাঁচলেও ১৮ মাসের খুদে জখম হয়ে হাসপাতালে৷ The post সন্তানকে বাঁচাতে চিতাবাঘের উপর ঝাঁপালেন মহিলা! সাহস আর বুদ্ধিকে কুর্নিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:14 PM Apr 21, 2019Updated: 08:16 PM Apr 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, সন্তান খারাপ হতে পারে৷ কিন্তু মা কখনওই খারাপ হতে পারেন না৷ মা মানেই সবসময় সন্তানদের আগলে রাখবেন তিনি৷ সন্তানদের ভাল রাখার জন্য কত ত্যাগস্বীকারই না করেন তাঁরা৷ নিজে বিপদে পড়লেও, সন্তানকে বাঁচিয়ে রাখাই তাঁর লক্ষ্য৷ এমনই এক মায়ের কীর্তি নিয়ে জোর আলোচনা চলছে৷ 

Advertisement

[ আরও পড়ুন: চামড়াহীন শরীর নিয়ে জন্ম, বিরল রোগাক্রান্ত শিশুকে বাঁচানোর চ্যালেঞ্জ চিকিৎসকদের]

পুণের জুন্নার তালুকার এক মহিলা আখ খেতে কাজ করেন৷ আঠারো মাসের সন্তান এবং স্বামীকে নিয়ে সংসার তাঁর৷ সারাদিনের কাজ সেরে এসে একদিন সন্তানকে নিয়ে বাড়ির সামনেই শুয়ে পড়েছিলেন ওই মহিলা৷ ক্লান্ত দু’চোখে ঘুম আসতে বেশি সময় লাগেনি৷ কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলেন তিনি৷ চোখ বন্ধ থাকলেও আচমকাই  তাঁর কানে আসে চিতাবাঘের গর্জন৷ প্রথমে ভেবেছিলেন হয়তো স্বপ্ন দেখছেন৷ তারপর নিজের পাশে হাত রেখে দেখেন সন্তান নেই৷

কোথায় গেল সন্তান? ভয় পেয়ে যান মহিলা৷ ধড়ফড় করে উঠে বসেন৷ দেখেন ছেলেকে মুখে করে টেনে নিয়ে যাচ্ছে চিতাবাঘ৷ ততক্ষণে ভয়ে সিঁটিয়ে গিয়েছে একরত্তি৷ কাঁদতেও পারছে না সে৷ এ দৃশ্য দেখে একপলক থমকে গিয়েছিলেন মহিলা৷ কিন্তু নিজের সন্তানকে যেভাবেই হোক বাঁচাতে হবে৷ তাই চিতাবাঘের উপর ঝাঁপিয়ে পড়েন তিনি৷ মারধর করতে শুরু করেন মহিলা৷ তাঁর হামলায় থতমত খেয়ে যায় চিতাবাঘটি৷ আক্রমণের জেরে শিশুকে ছেড়ে সামনের জঙ্গলে চলে যায় সে৷

[ আরও পড়ুন: OMG! মায়ের পেটে বক্সিং যমজ ভ্রূণের, আলট্রাসাউন্ডের ভাইরাল ভিডিওয় শোরগোল]

শিশুটির মুখ, গলা-সহ শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে৷ স্থানীয় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে খুদে৷ ক্ষত মারাত্মক হলেও, শিশুটি আপাতত বিপন্মুক্ত বলেই জানিয়েছেন চিকিৎসকেরা৷ লড়াকু মায়ের এই কাহিনি যে-ই শুনছেন, সে-ই ধন্য ধন্য করছেন৷ অনেকেই বলছেন, যে মা সন্তানকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে ফিরতে পারেন, তাঁর সন্তান সুস্থ হয়ে ফিরবে না তা হতেই পারে না৷ লড়াকু স্ত্রী-ই এখন গর্ব ওই খুদের বাবার৷ একরত্তিও তবে মায়েরই মতো৷ হাসপাতালের শয্যায় নিজের মতো করে লড়াই চালিয়ে যাচ্ছে সে-ও৷   

The post সন্তানকে বাঁচাতে চিতাবাঘের উপর ঝাঁপালেন মহিলা! সাহস আর বুদ্ধিকে কুর্নিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement