shono
Advertisement

Breaking News

মালাবদলের পরই বিয়ের আসরে চলল গুলি, জখম কনে

কে চালাল গুলি, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য৷
Posted: 04:45 PM Jan 18, 2019Updated: 04:45 PM Jan 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়িতে চলল গুলি৷ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গুলিতে জখম কনে৷ পায়ে গুলি লেগেছে তাঁর৷ স্থানীয় হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর৷ এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে বিয়ের নানা নিয়মকানুন৷ কিছুটা সুস্থ হওয়ার পর বিয়ে হয় ওই তরুণী৷ দিল্লির শাকারপুরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ কে গুলি চালাল, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা৷  পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷  

Advertisement

[বিপন্ন কনকদুর্গা ও বিন্দুর জীবন, নিরাপত্তার নির্দেশ সুপ্রিম কোর্টের]

দিল্লির শাকারপুরের বাসিন্দা ওই কনের নাম পূজা৷ এলাকারই এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তাঁর৷ দুই পরিবারের মতে গত বৃহস্পতিবার বিয়ের আয়োজন করা হয়েছিল৷ ১৯ বছর বয়সি ওই যুবতী লাল টুকটুকে বেনারসি পড়ে তৈরি হয়েছিলেন৷ সেজেগুজে নির্দিষ্ট সময় অনুযায়ী ওইদিন সন্ধে নাগাদ তাঁর শ্বশুরবাড়ির লোকজনও আসেন৷ শুভদৃষ্টির পর মালাবদল হয়েছে সদ্যই৷ রসিক বন্ধুবান্ধবদের অনুরোধে সবে পোজ দিচ্ছেন তাঁরা৷ আশেপাশে হাজারও ক্যামেরার ঝলকানি৷ কিন্তু আচমকাই গুলির শব্দ শুনতে পান ওই অনুষ্ঠানে জড়ো হওয়া সকলেই৷ সানাইয়ের শব্দকেও ছাপিয়ে যায়৷ কিছু বুঝে ওঠার আগে সকলে দেখেন কনে মাটিতে লুটিয়ে পড়ছেন৷ পরে বোঝা যায় গুলিটি লেগেছে কনের পায়ে৷ তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়৷ সেখানেই প্রাথমিক চিকিৎসা হয়৷ অস্ত্রোপচার করে গুলি বের করার পর মোটামুটি সুস্থই রয়েছেন পূজা৷ এরপর বিয়ের সমস্ত নিয়মকানুন শেষ হয়৷

[‘বিতর্কিত’ তেজ বাহাদুরের ছেলের রহস্যমৃত্যু, আত্মহত্যার তত্ত্ব খারিজ পরিবারের]

কিন্তু এখন প্রশ্ন একটাই৷ আমন্ত্রিতদের ভিড়ে ঠাসা বিয়েবাড়িতে কে গুলি চালাল? বরপক্ষের দাবি, কে গুলি চালাল কিংবা কেনই বা গুলি চলল, সে বিষয়ে তাঁদের কিছুই জানা যায়নি৷ বরং আচমকা এমন ঘটনায় তাজ্জব হয়ে গিয়েছেন বরপক্ষের সকলেই৷ একই সুর কনেপক্ষের গলাতেও৷ কে বা কারা গুলি চালাল, সে বিষয়ে তাঁদের কোনও স্পষ্ট ধারণা নেই৷ কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালিয়েছে বলেই দাবি আমন্ত্রিতদের একাংশের৷ দুই পরিবারের লোকজনের ওই ব্যক্তিকে চেনেন না কেউই৷ কানাঘুষো চলছে, হয়তো কনের বিয়ের আগে অন্য কারও সঙ্গে সম্পর্ক ছিল৷ কিন্তু সেই সম্পর্কের মধুরেণ সমাপয়েৎ না হওয়াতেই বিয়ের দিন প্রতিশোধ নিতে চেয়েছিলেন কেউ৷ যদিও কনের পরিজনেরা এই দাবিতে গুরুত্ব দিতে নারাজ৷ তাঁদের মতে, বছর ১৯-র ওই তরুণীর কারও সঙ্গেই সম্পর্ক ছিল না৷ পরিবারের মতেই এই বিয়েতে রাজি হয়েছেন তিনি৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement