shono
Advertisement

কোমরের আঁচলে লুকনো ২৭টি সোনার বিস্কুট! পেট্রাপোলে কোটি টাকার সোনা পাচার রুখল BSF

গ্রেপ্তার বাংলাদেশের এক মহিলা।
Posted: 07:54 PM Apr 28, 2023Updated: 08:07 PM Apr 28, 2023

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ফের কোটি টাকারও বেশি মূল্যের সোনা (Gold)উদ্ধার হল বনগাঁর পেট্রাপোল সীমান্তে৷ মহিলা যাত্রীর কোমরের আঁচলে বাঁধা ২৭ টি সোনার বিস্কুট! তবে পাচারের আগেই তা উদ্ধার করল বিএসএফ (BSF)। যার বাজারমূল্য ১ কোটি ২৯ লক্ষ ৩৩ হাজার টাকা। গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলা যাত্রীকে।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, পাসপোর্ট নিয়ে বাংলাদেশের (Bangladesh) বেনাপোল থেকে যাত্রী টার্মিনালের রাস্তা দিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করেছিল এক বাংলাদেশি মহিলা যাত্রী৷ সন্দেহজনক মনে হওয়ায় বিএসএফ জওয়ানরা তল্লাশি চালাতেই ওই মহিলা পাচারকারীর কাছ থেকে উদ্ধার হয় ২৭টি সোনার বিস্কুট৷ সেসব কাপড়ে লুকিয়ে তাঁর কোমরে বাঁধা ছিল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পেট্রাপোল সীমান্ত বন্দরে৷

[আরও পড়ুন: ‘কুণাল ঘোষকে প্রণাম, ভবিষ্যদ্বাণী মিলেছে’, ‘সুপ্রিম’ রায়ে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়]

বিএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়া ২৭ টি সোনার বিস্কুটের ওজন প্রায় ২.১৪৫ কেজি। আনুমানিক ভারতীয় বাজারমূল্য ১ কোটির উপর। ধৃত মহিলার নাম মনিকা ধর৷ বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম (Chittagong) জেলায়৷ সোনার বিস্কুট-সহ মহিলাকে শুক্রবার পেট্রাপোল শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: অভিযোগ নিষ্পত্তি করে ৭দিনে রিপোর্ট, মুখ্যমন্ত্রীকে কাজের খতিয়ান দিতে সব দপ্তরকে কড়া চিঠি]

বিএসএফ জানিয়েছে, ভারতীয় আইসিপি পেট্রাপোলে নিযুক্ত ১৪৫ নম্বর ব্যাটেলিয়নের মহিলা জওয়ানরা খবর পান, বাংলাদেশি নারী চোরাকারবারি সোনা নিয়ে যাত্রী টার্মিনালের রাস্তা দিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করতে চলেছে। এরপরে ওই সন্দেহভাজন মহিলা নির্দিষ্ট সময়ে যাত্রী টার্মিনালে পৌঁছলে মহিলা গার্ডরা তাকে আটক করে। তল্লাশি চালাতেই তার কাছ থেকে ২৭ টি বিভিন্ন ধরনের সোনার বার উদ্ধার হয়। সোনার বিস্কুট কাপড়ে লুকিয়ে নিজের কোমরে বেঁধেছিল। শেষমেশ ধরা পড়ে মহিলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার