shono
Advertisement
Hanskhali

হাঁসখালিতে 'দুর্ঘটনা'য় মৃত্যু বিএসএফ জওয়ানের! ফাঁকা রাস্তায় মিলল রক্তাক্ত দেহ

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:57 AM Dec 05, 2024Updated: 09:00 AM Dec 05, 2024

সঞ্জিত ঘোষ, নদিয়া: পথ দুর্ঘটনায় মৃত্যু এক বিএসএফ জওয়ানের! জানা গিয়েছে, বুধবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই দুর্ঘটনাটি ঘটে। ফাঁকা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেহ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। 

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম শুভঙ্কর অধিকারী। তিনি হাঁসখালি থানার বেনালি নতুনগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। এদিন রাত প্রায় ১১টা নাগাদ বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় একাই ছিলেন শুভঙ্কর। কৃষ্ণনগর থেকে হাঁসখালির দিকে আসার পথে রাজ্য সড়কের উপরেই দুর্ঘটনাটি ঘটে। রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় শুভঙ্করের দেহ পড়ে থাকতে দেখে আশপাশের পথচলতি মানুষ স্থানীয় থানায় খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর থানার পুলিশ। দ্রুত শুভঙ্করের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মৃতের পকেট থেকে বিএসএফের পরিচয়পত্র খুঁজে পায় পুলিশ। সেই সূত্রেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি বিএসএফেরই জওয়ান ছিলেন। দেহের পাশেই পড়েছিল বাইকটি। যার সামনের অংশ প্রায় দুমড়ানো ছিল। কোনও গাড়ি বাইকটিতে ধাক্কা মেরেছে নাকি নিজেই কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন শুভঙ্কর তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পথ দুর্ঘটনায় মৃত্যু এক বিএসএফ জওয়ানের!
  • বুধবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই দুর্ঘটনাটি ঘটে। ফাঁকা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেহ।
  • ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। 
Advertisement