সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 4G প্রযুক্তি চেয়ে ফের সরকারের কাছে আবেদন জানাল সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। সংস্থার কর্মী সংগঠন ‘অল ইউনিয়নস অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ বিএসএনএল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে চিঠি লিখে সংস্থার এগিয়ে যাওয়ার জন্য ৪জি প্রযুক্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ৪জি প্রযুক্তি আনা না হলে বিএসএনএল দু’বছরের বেশি টিকিয়ে রাখা যাবে না।
বস্তুত, ৫জি’র এই জমানাতেও বিএসএনএল-এর নেই ৪জি স্পেকট্রাম (Spectrum)। কাজেই, প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়ছে সরকারি টেলিকম সংস্থাটি। গত বছর থেকেই ৪জি স্পেকট্রামের জন্য আবেদন জানালেও কোনও লাভ হয়নি। বিএসএনএলের কর্মীদের অভিযোগ, কেন্দ্র নতুন ৪জি প্যাকেজ তৈরিতে কোনও গুরুত্বই দিচ্ছে না।
[আরও পড়ুন: বেড়েই চলেছে অন্ধ্রের ‘রহস্যময়’ অসুখে আক্রান্তের সংখ্যা! নেপথ্য কারণ হিসেবে উঠে এল এই তথ্য]
এদিকে, লাদাখ সংঘাতের পর চিন থেকে ৪জি প্রযুক্তি না কেনার জন্যও বিএসএনএলকে নির্দেশ দেওয়া হয়েছে। তাই বিএসএনএল-এর তরফে ৪জি পরিষেবার উন্নতিতে প্রয়োজনীয় সরঞ্জামের জন্যে নতুন করে টেন্ডার ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেমনটা না ঘটলে হয়তো এপ্রিলের মধ্যেই বিএসএনএল-এর হাতে ৪জি প্রযুক্তি এসে যাওয়ার আশা ছিল।
‘সঞ্চার নিগম এগজিকিউটিভ অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক কে সেবাস্তিন জানাচ্ছেন, ‘‘সব দিক থেকেই আক্রমণের মুখে পড়তে হচ্ছে বিএসএনএলকে। আমরা যদি একজোট না হতে পারি, তাহলে বিএসএনএলকে বাঁচানো খুবই কঠিন হয়ে যাবে। অতীতেও কর্মীরাই নিজেদের লড়াইয়ের মাধ্যমে বিএসএনএলকে রক্ষা করেছে, ম্যানেজমেন্ট নয়।’’
[আরও পড়ুন : কৃষক বিক্ষোভেও ‘বহিরাগত’ উসকানি! শাহিনবাগের সঙ্গে তুলনা টেনে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় মন্ত্রীর]
প্রসঙ্গত, এবছরের গোড়া থেকে কিছু ক্ষেত্রে গ্রাহক পরিষেবার কাজে আউটসোর্স করানো শুরু করেছে বিএসএনএল। কর্মীদের অভিযোগ, এর ফলে পরিষেবার মান পড়ে গিয়েছে।