shono
Advertisement
Buddhadeb Bhattacharya

এনআরএস হাসপাতালে বুদ্ধবাবুর দেহ

Published By: Tiyasha SarkarPosted: 09:44 AM Aug 09, 2024Updated: 06:17 PM Aug 09, 2024

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮ টা বেজে ২০ মিনিটে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাতে পিস ওয়ার্ল্ডে শায়িত ছিল দেহ। শুক্রবার বিধানসভা, আলিমুদ্দিন স্ট্রিটে মুজফফর আহমেদ ভবন, দীনেশ মজুমদার ভবনে  শ্রদ্ধাজ্ঞাপনের পর বিকেল ৪ টেয় বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা। প্রতিমুহূর্তের আপডেট সংবাদ প্রতিদিন ডিজিটালে। 

Advertisement

বিকেল ৫.১৭: এনআরএস হাসপাতালে পৌঁছল প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ।

বিকেল ৪.৪৫: যতদূর চোখ যায় শুধু মাথা। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষবার দেখতে কলকাতার রাস্তায় কার্যত জনসমুদ্র। লাল পতাকায় মুড়েছে রাস্তা।   

বিকেল ৪.৪৪: বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রায় শামিল সৌরভ গঙ্গোপাধ্যায়। 

বুদ্ধবাবুর শেষযাত্রায় সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিকেল ৪.১০: বুদ্ধদেব ভট্টাচার্যের শেষশ্রদ্ধা জানালেন অভিনেতা শংকর চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। 

দুপুর ৩.৪৬: আলিমুদ্দিনে শ্রদ্ধাজ্ঞাপনের পর বের করা হল বুদ্ধবাবুর দেহ। নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তায় মানুষের ঢল।

দুপুর ১.৩৩: এসেছেন প্রয়াত মন্ত্রী সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী। জ্যোতি বসুর পুত্রবধূ ডলি বসু। এসেছিলেন প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, আশুতোষ চট্টোপাধ্যায়, কৃষ্ণা দেবনাথ, মহম্মদ মোক্তার, সুমন রায়চৌধুরী -সহ অন্যান্যরা। আলিমুদ্দিনে বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানালেন বিজেপি নেতা তাপস রায়, শিশির বাজিরিয়াও।

দুপুর ১.২২: কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর আত্মার শান্তি কামনা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

দুপুর ১.১৩: বুদ্ধবাবুর মৃত্যুর পরও আলোচনায় নন্দীগ্রাম ইস্যু। বৃন্দা কারাট বললেন, "বুদ্ধ দা নন্দীগ্রামের ঘটনায় ভেঙে পড়েছিলেন। রাজনৈতিকভাবে আঘাত পেয়েছিলেন।"

বেলা ১২.৫০: শেষবারের মতো আলিমুদ্দিনে বুদ্ধবাবু। তাঁকে দেখতে কর্মী-সমর্থকদের ঢল। কারো হাতে লাল গোলাপ, ছবি।রোদ মাথায় রাস্তার ধারে অধীর অপেক্ষায় সকলে।

একনজর দেখার চেষ্টা।

বেলা ১২.১০: আলিমুদ্দিনে পৌঁছল বুদ্ধবাবুর দেহ। তাঁকে শেষশ্রদ্ধা জানাতে রাজ্য নেতৃত্বের পাশাপাশি রয়েছেন সর্বভারতীয় নেতারা। দেহের পাশেই সবসময় রয়েছেন সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, শতরূপ ঘোষেরা। 

সকাল ১১.৫৫: আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধবাবুকে শেষশ্রদ্ধা জানাতে হাজির প্রকাশ কারাট, বৃন্দা কারাট, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার-সহ অন্যান্যরা। 

বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে কলকাতার রাস্তায় পোস্টার।

সকাল ১১.৩৮: তিরিশ মিনিট পর বিধানসভা থেকে বের হল বুদ্ধবাবুর দেহ। এবার গন্তব্য মুজফফর আহমেদ ভবন। তাঁকে শেষশ্রদ্ধা জানাতে মানুষের ঢল।

সকাল ১১.৩০: পরিবার ও দলের সহযোদ্ধাদের সঙ্গে কথা বলেছেন। সকলকে শক্ত থাকার বার্তা দিয়েছেন বলে জানালেন শুভেন্দু অধিকারী। ভাগ করে নিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর প্রথমবার কথা বলার স্মৃতি। 

সকাল ১১.১০: শেষবারের মতো বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে শেষশ্রদ্ধা জানাতে হাজির স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূল-বিজেপির বিধায়করা। বুদ্ধবাবুর মরদেহে মাল্যদানের পর মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রয়েছেন ডিজি, পুলিশ কমিশনার।

সকাল ১১.০৩: বিধানসভায় পৌঁছল বুদ্ধবাবুর দেহ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

সকাল ১০.৫৫: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে প্রস্তুত বিধানসভা। 

সকাল ১০.৩৫: পিস ওয়ার্ল্ড থেকে বের করা হল বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। নিয়ে যাওয়া হবে বিধানসভায়। রয়েছেন সেলিম-সুজনরা। 

সকাল ১০.২০: কোনও গান স্যালুট নেওয়া হবে না, এমনকী কোনও সরকারি ব্যবস্থাপনাও গ্রহণ নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রায় এমনই সিদ্ধান্তে কথা জানাল সিপিআইএম নেতৃত্ব।  

সকাল ১০.১৫: পিস ওয়ার্ল্ডের সামনে বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য, সন্তান সুচেতন, মহম্মদ সেলিম-সহ দলের অন্যান্য নেতারা।

সকাল ১০.০১: পিস ওয়ার্ল্ডের সামনে প্রস্তুত শববাহী গাড়ি। 

সকাল ৯.৪০: সকাল থেকে পিস ওয়ার্ল্ডের সামনে অনুরাগীদের ঢল। সকলের হাতে ফুল, ছবি। 

সকাল ৯.৩০: দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮ টা বেজে ২০ মিনিটে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাতে পিস ওয়ার্ল্ডে শায়িত ছিল দেহ। আজ সকাল ১০ টায় দেহ রওনা দেবে বিধানসভার উদ্দেশে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement