shono
Advertisement

মহিলাদের ‘বাট ফ্লিপ’চ্যালেঞ্জে মজেছে নেটদুনিয়া

দেখে নিন 'বাট ফ্লিপ' চ্যালেঞ্জের সেই ভিডিও৷
Posted: 07:56 PM Mar 10, 2017Updated: 02:26 PM Mar 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ট্রেন্ডিং হয়ে ওঠে৷ এই যেমন কয়েক বছর আগে দুনিয়া জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছিল আইস বাকেট চ্যালেঞ্জ৷ এক বালতি বরফ মাথায় ঢালতে হবে৷ লিও মেসি থেকে পুণম পাণ্ডের মতো নামী তারকারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন৷ সেলিব্রিটিরা নিজেদের চ্যালেঞ্জের সেই ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্টও করেছিলেন৷ সম্প্রতি নেটিজেনদের মনোযোগ আকর্ষণ করেছিল ম্যানিকুইন চ্যালেঞ্জ৷ ভারতীয় দলের ড্রেসিং রুমেও এই চ্যালেঞ্জ নিয়েছিলেন বিরাট কোহলিরা৷ কী করতে হবে? ম্যানিকুইনের মতো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে স্থির হয়ে থাকতে হবে৷ এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন এক চ্যালেঞ্জ৷ নাম ‘বাট ফ্লিপ’৷

Advertisement

(২ শতাংশ করের সিদ্ধান্ত প্রত্যাহার করল পেটিএম)

মহিলাদের মধ্যেই এই চ্যালেঞ্জ বেশি জনপ্রিয় হয়েছে৷ এক মহিলা অন্যের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন৷ আর সফল হলেই জুটছে ‘ফ্লিপ কুইন’ তকমা৷ কী এই ‘বাট ফ্লিপ’ চ্যালেঞ্জ? শরীরকে সামনে দিকে খানিকটা নিচু করে নিতম্বে একটি প্লাসটিকের কাপ রেখে সেটিকে এক দোলায় উল্টে দিতে হবে৷ ২০১২ সালে প্রথম এই চ্যালেঞ্জের কথা প্রকাশ্যে এসেছিল৷ তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার রমরমায় তা ভাইরাল হয়ে গিয়েছে৷ যে মহিলারা এই ‘বাট ফ্লিপ’ চ্যালেঞ্জে সফল হয়েছেন, তাঁরা নিজেদের ভিডিও সানন্দে পোস্ট করছেন৷ খেয়াল রাখুন, যে কোনও দিন আপনার কাছেও পৌঁছে যেতে পারে এই চ্যালেঞ্জ৷ সোশ্যাল মিডিয়া আপনাকে যে কোনওভাবেই একঘেয়ে করবে না, তা এধরনের মনোরঞ্জন থেকেই স্পষ্ট৷

(যৌনতায় অনিচ্ছা কি রোগ? পড়ুন বিশেষজ্ঞরা কী বলছেন)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement