সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢেলে সেজেছে (Cabinet Reshuffle) নরেন্দ্র মোদির মন্ত্রিসভা। দ্বিতীয়বার ক্ষমতায় আসার দু’বছরের মাথায় বহু পুরনো মন্ত্রীকে সরিয়ে জায়গা দেওয়া হয়েছে নতুনদের। দেশের তরুণতম মন্ত্রিসভা গঠিত হয়েছে বলে দাবি বিজেপির। মন্ত্রিসভায় যেমন জাতপাতের সমীকরণ রয়েছে, তেমনই রয়েছে ‘মিশন ২০২৪’।
রদবদলের জেরে কেউ পেয়েছেন গুরুদায়িত্ব, আবার কেউ হারিয়েছেন গুরুত্ব। উল্লেখযোগ্যভাবে, রদবদলের আগে একযোগে ১২ জন মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেয় দল। তাঁদের মধ্যে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক থেকে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরও। এমনকী, বাংলার সাংসদ বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরীদের মন্ত্রিত্ব ছাড়তে নির্দেশ দেওয়া হয়। যা দেখে রাজনৈতিক মহল বলছে, বহু বর্ষীয়ান মন্ত্রীরই এবার পদে অবনতি হয়েছে। আবার অনেকের কপালেই পদোন্নতির শিঁকে ছিঁড়েছে।
[আরও পড়ুন: Coronavirus: দেশে সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, ফের ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস]
এক ঝলকে দেখে নেওয়া যাক, কাদের পদোন্নতি হল, কারা হারালেন গুরুত্ব?
- ধর্মেন্দ্র প্রধান: কেন্দ্রীয় নয়া শিক্ষামন্ত্রী। আগে সামলাতেন পেট্রলিয়াম মন্ত্রকের দায়িত্ব। উল্লেখ্য, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ককে ইস্তফার নির্দেশ দেয় দল।
- পীযূষ গোয়েল: ছিলেন রেলমন্ত্রী। হলেন বস্ত্রমন্ত্রী।
- স্মৃতি ইরানি: নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের পাশাপাশি বস্ত্র মন্ত্রকেরও অতিরিক্ত দায়িত্ব সামলাতেন। এবার শুধুমাত্র নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের দায়িত্ব সামলাবেন তিনি। তবে স্বচ্ছ ভারত মিশন দেখভালের অতিরিক্ত দায়িত্ব দেওয়াহয়েছ তাঁকে।
- অনুরাগ ঠাকুর: ক্রীড়া এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রকের পাশাপাশি অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাতেন। রদবদলের পর অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে।
- গিরিরাজ সিং: ছিলেন প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী। হলেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ মন্ত্রী।
- কিরণ রিজিজু: ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। আইনমন্ত্রকের দায়িত্ব পেলেন।
- মনসুখ মান্ডব্য: ছিলেন প্রতিমন্ত্রী। এবার থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সার ও রাসায়নিক মন্ত্রকের দায়িত্ব।
- ভূপেন্দ্র যাদব: পরিবেশ মন্ত্রক এবং শ্রমমন্ত্রকের দায়িত্ব পেলেন।
- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া: রাজ্যসভার সাংসদ থেকে সরাসরি অসামরিক বিমানমন্ত্রকের দায়িত্বে।
- অশ্বিনী বৈষ্ণব: রেল, তথ্য ও যোগাযোগমন্ত্রক।
- সর্বানন্দ সোনেওয়াল: বন্দর, জাহাজ ও জলপথ এবং আয়ুষমন্ত্রক
- নিশীথ প্রামাণিক: অমিত শাহের ডেপুটি। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন উত্তরবঙ্গের সাংসদ।