shono
Advertisement

Breaking News

চাকরিপ্রার্থীদের নিয়োগের পথে বাধা হতে পারে মামলা! FIR বাতিলের পরামর্শ হাই কোর্টের

সমস্ত মামলার কেস ডায়েরি তলব কলকাতা হাই কোর্টের।
Posted: 07:05 PM Dec 05, 2023Updated: 07:38 PM Dec 05, 2023

গোবিন্দ রায়: নিয়োগের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলার পাহাড়! ভবিষ্যতে সরকারি চাকরির পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে এই গুচ্ছ-গুচ্ছ মামলা। সেই আশঙ্কায় এই সংক্রান্ত সমস্ত মামলার কেস ডায়েরি তলব করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি বেআইনি মামলাগুলি প্রত্যাহারের বিষয়ও রাজ্যকে ভেবে দেখার পরামর্শ দিল আদালত। মামলার পরবর্তী শুনানি ৮ জানুয়ারি।

Advertisement

চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে রাজ্য সরকার। সেগুলি থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী অর্ক চৌধুরী। তাঁর অভিযোগ, নিয়োগপ্রার্থীরা কোথাও কোনও প্রতিবাদ কর্মসূচি করলেই মামলা দিচ্ছে কলকাতা ও রাজ্য পুলিশ। তাঁদের আর্জি শুনে বিচারপতি বলেন, “তাঁদের মামলা থেকে অব্যাহতি আবেদনের যুক্তি আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে।” কিন্তু চাকরিপ্রার্থীদের অব্যাহতি দিতে রাজি নয় রাজ্য সরকার। তাদের আইনজীবী তপন মুখোপাধ্যায়ের সওয়াল, চার্জশিট তৈরি আছে। কিছু মামলায় চার্জ ফ্রেমের সময় এসেছে। তদন্ত চলছে। এখন FIR বাতিলের সময় নয়।

[আরও পড়ুন: ভয় দেখিয়ে মমতার সঙ্গছাড়া করা যাবে না! বিধানসভায় হুঙ্কার ফিরহাদের]

এর পরই বিচারপতি পালটা প্রশ্ন করেন, “তাঁরা তো নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন। আদালতের নির্দেশ মেনেই প্রতিবাদ ধর্নায় বসেছে। তাঁরা কি বেআইনি কাজ করছেন?” বিচারপতি সেনগুপ্তর যুক্তি, “কোভিড প্রোটোকল দেখানো হচ্ছে। করোনাবিধি মানার দিন আর নেই।” আদালতের মতে, “এটা দুর্ভাগ্যজনক। সরকারি আইনজীবীর যুক্তি খুবই দুর্বল। এটাই সঠিক সময় FIR বাতিলের আবেদনের।” এর পরই সরকারি আইনজীবীকে নির্দেশ দিয়ে বলেন, “আপনি তৈরি হয়ে আসুন। আপনার যুক্তি মানা যাচ্ছে না।”

[আরও পড়ুন: সমাবেশের অনুমতি দিল না নির্বাচন কমিশন, বিকল্প কর্মসূচি আওয়ামি লিগের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement