shono
Advertisement

রথযাত্রা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলল হাই কোর্ট

শনিবারের মধ্যে বিজেপিকে জানানোর নির্দেশ। The post রথযাত্রা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলল হাই কোর্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 04:10 PM Dec 11, 2018Updated: 04:10 PM Dec 11, 2018

শুভঙ্কর বসু: রথযাত্রা নিয়ে রাজ্যকে দ্রুত আলোচনা করে বিজেপিকে সিদ্ধান্ত জানাতে বলল হাই কোর্ট। মঙ্গলবার কলকাতা হাই কোর্ট জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে আলোচনা করে শনিবার বিজেপিকে নিজেদের অবস্থান জানিয়ে দিক রাজ্য প্রশাসন। তবে রাজ্য প্রশাসন চেয়েছিল বুধবারের বদলে শুক্রবার বিজেপি নেতৃত্বর সঙ্গে এই ইস্যুতে বৈঠক করতে। কিন্তু এদিন হাই কোর্ট নির্দেশ দিয়েছে শুক্রবার নয়, বৃহস্পতিবার বিজেপি নেতৃত্বর সঙ্গে আলোচনা করুক রাজ্য প্রশাসন, আর শনিবার বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিক তাদের সিদ্ধান্ত।

Advertisement

[দুই বিজেপি নেতার সঙ্গে আলোচনায় আপত্তি, আদালতের দ্বারস্থ রাজ্য সরকার]

প্রসঙ্গত, রাজ্যে রথযাত্রার উদ্যোক্তাদের সঙ্গে সরকারকে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আলোচনায় বসতে চেয়ে মুখ্যসচিবকে লিখিত প্রস্তাবও দেয় বিজেপির রাজ্য নেতৃত্বও। কিন্তু, দলের দুই নেতা মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আলোচনায় বসতে রাজ্য সরকার রাজি নয়। সোমবার এই মর্মে হাই কোর্টে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। বস্তুত, এ রাজ্যে রথযাত্রার অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু, নিরাপত্তার কারণে বিজেপির কর্মসূচিতে স্থগিতাদেশ জারি করে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ। মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে। বিজেপির প্রতিনিধিদের সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে আলোচনায় বসার নির্দেশ দেয় বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। রায় ঘোষণার পর, নবান্নে গিয়ে মুখ্যসচিবের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদার। রাজ্য প্রশাসনের শীর্ষ পদাধিকারীকে লিখিতভাবে তাঁরা রথযাত্রা নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন বলে খবর।

[রথযাত্রা ইস্যুতে আলোচনার প্রস্তাব নিয়ে নবান্নে বিজেপির প্রতিনিধি দল]

সোমবার বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের এডিজি। আদালতে রাজ্য সরকার জানিয়েছে, বিজেপি প্রতিনিধি দলের দুই সদস্য মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদার ফৌজদারি মামলায় অভিযুক্ত। তাই তাঁদের সঙ্গে রথযাত্রা নিয়ে আলোচনায় বসা যাবে না। সরকারি আইনজীবীর বক্তব্য শুনে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ বলে, ডিজি, আইজির মতো প্রশাসনের শীর্ষ পদাধিকারীদের বিরুদ্ধেও আদালত আবমাননার মামলা চলছে। মুকুল রায় যখন শাসকদলে ছিলেন, তখন সারদা মামলায় নাম জড়ায় তাঁর। আর বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে প্রতারণার মামলা চলছে। মঙ্গলবার সেই মামলারই শুনানিতে আদালত নির্দেশ দেয়, বৃহস্পতিবারের মধ্যে আলোচনা করে শনিবার বিজেপিকে নিজেদের অবস্থান জানিয়ে দিক রাজ্য প্রশাসন।

The post রথযাত্রা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলল হাই কোর্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার