shono
Advertisement

Breaking News

মাওবাদী হুমকিতে যেতে পারেননি স্কুলে, শিক্ষককে বকেয়া বেতন পাওয়ার আশা দেখাল হাই কোর্ট

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই সময় অনিচ্ছাকৃতভাবেই তিনি স্কুলে উপস্থিত হতে পারেনি। তাঁকে বকেয়া বেতন মেটানো হোক।
Posted: 06:08 PM Dec 30, 2023Updated: 06:13 PM Dec 30, 2023

গোবিন্দ রায়: মাওবাদীদের (Maoist) তরফে প্রাণনাশের হুমকি আসছিল ঘনঘন। তার পর আর স্কুলে পা রাখার সাহস পাননি পুরুলিয়ার শিক্ষক। যে কারণে প্রায় বছর খানেকের বেতন থেকে বঞ্চিত হন শিক্ষক সমন্বয় চৌধুরী। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে একাধিকবার আবেদন জানালেও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হন তিনি। অবশেষে আদালতের হস্তক্ষেপে আশার আলো দেখছেন পুরুলিয়ার গণেশ গোড়া প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক।

Advertisement

২০১০ সালের জুলাই মাসে পুরুলিয়ার (Purulia) শিরিসঘোড়া নিম্ন বুনিয়াদি স্কুলে চাকরি পান সমন্বয় চৌধুরী। সব ঠিকঠাক চললেও ঘটনার সূত্রপাত ২০১২ সালে। অভিযোগ, ওই বছরের ১৯ ডিসেম্বর স্কুল চলাকালীন স্কুলে একদল মাওবাদী প্রবেশ করে। সমন্বয়বাবুকে প্রাণনাশের হুমকি (Death Threat) দেয়। তাঁকে স্পষ্ট বলে দেওয়া হয়, স্কুলে ঢুকলে মেরে ফেলা হবে। এর পর স্কুল থেকেই বান্দোয়ান থানায় যোগাযোগ করেন ওই শিক্ষক। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। কিন্তু তার পর থেকে তিনি আর স্কুলের গণ্ডি পেরনোর সাহস করেননি। তিনি বদলির (Transfer) আবেদন জানান। ২০১৪ সালের জানুয়ারি মাসে তাঁর বদলির আবেদন মঞ্জুর করে তাঁকে অন্য স্কুলে বদলি করা হয়।

[আরও পড়ুন: হানিমুনে গিয়ে সেলফি তোলাই কাল! বিয়ের ২০ দিনের মাথায় মৃত্যু নববধূর]

এর পর যেটুকু সময়ের জন্য স্কুলে যেতে পারেননি, ওই সময়ের বকেয়া বেতন (Salary)দাবি করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে আবেদন জানান সমন্বয় চৌধুরী। কিন্তু সেই আবেদন গৃহীত হয়নি। এর পর ২০১৯ সালে বাধ্য হয়ে তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। আবেদনের প্রেক্ষিতে হাই কোর্টের তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় তাঁর আবেদন শুনে জেলা শিক্ষা সংসদকে একটি সমাধানে পৌঁছনোর নির্দেশ দেন। কিন্তু হাই কোর্টের নির্দেশের পরও ওই সময়ের জন্য তাঁকে বকেয়া বেতন দেওয়া যাবে না বলে জানিয়ে দেয় শিক্ষা সংসদ।

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এ খুলল কপাল, এবার ববি দেওলের ‘আব্রার’কে নিয়ে নতুন ছবি সন্দীপ রেড্ডি ভাঙ্গার!]

সম্প্রতি সংসদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সমন্বয়বাবু। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই সময় অনিচ্ছাকৃতভাবেই তিনি স্কুলে উপস্থিত হতে পারেনি। ফলে তাঁর বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে জেলা শিক্ষা সংসদকে ছ সপ্তাহের মধ্যে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement