সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাই কোর্টে বড় স্বস্তি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআরে অন্তবর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। তবে শুভেন্দুর আরজি মেনে সিবিআই তদন্তের নির্দেশ দেননি বিচারপতি।
রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে মোট ২৬ টি এফআইআর রয়েছে বিভিন্ন থানায়। তার পরিপ্রেক্ষিতেই হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সেখানে বিরোধী দলনেতা অভিযোগ করেন, দলবদলের কারণে প্রতিহিংসার শিকার হচ্ছেন। পরিকল্পনা মাফিক একের পর এক মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। যার অধিকাংশই ভিত্তিহীন। সেই কারণে শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে হওয়া সমস্ত মামলা খারিজের আবেদন করেন। অন্যথায় সিবিআই তদন্তের দাবি জানান।
[আরও পড়ুন: ইসলামপুরে গুলিবিদ্ধ ব্যবসায়ী, ‘স্বামীকে বাঁচান’, জাতীয় সড়কের পাশে বসে আর্তনাদ স্ত্রীর]
সেই মামলায় বিচারপতি রাজশেখর মান্থার পর্যবেক্ষণ, শুভেন্দু অধিকারী একটা সময়ে তৃণমূলে ছিলেন। বর্তমানে তিনি বিরোধী দলেনতা। মানুষের ভোটে নির্বাচিত। ফলে পুলিশ নিজে অথবা অন্য কারও নির্দেশে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে বিরোধী দলনেতার কাজ স্তব্ধ করার চেষ্টাও করতে পারে। সেই কারণেই শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬ টি এফআইআরেই অন্তবর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। তবে সিবিআই তদন্তের নির্দেশ দেননি বিচারপতি।
প্রসঙ্গত, হাই কোর্টের রক্ষাকচব থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এত এফআইআর দায়ের নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি। এবিষয়ে রাজ্যের কাছে হলফনামা চেয়েছে হাই কোর্ট। তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত হবে বলে খবর।