সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও এক খেতাব জয়ের হাতছানি লক্ষ্য সেনের সামনে। ট্রফিজয়ের থেকে আর একধাপ দূরে ভারতীয় শাটলার। কানাডা ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন তিনি। তবে টুর্নামেন্টের শেষ চার থেকেই বিদায় নিলেন পিভি সিন্ধু।
পুরুষ সিঙ্গলসের সেমিফাইনালে জাপানের কেন্টা নিশিমোতোকে স্ট্রেট গেমে উড়িয়ে দেন লক্ষ্য (Lakshya Sen)। বিশ্বের ১১ নম্বর জাপানি তারকার বিরুদ্ধে গোটা ম্যাচেই দাপট দেখান তিনি। ৪৪ মিনিটের লড়াইয়ে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী লক্ষ্যর পক্ষে খেলার ফল ২১-১৭, ২১-১৪। প্রথম গেমের শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১০-৯-এ এগিয়ে যান লক্ষ্য। তারপর সেখান থেকে খেলার গতি বাড়ান। দ্বিতীয় গেম জিতে নেন আরও সহজে।
[আরও পড়ুন: Treads-এ অ্যাকাউন্ট খুলেই ওয়ার্নারকে খোঁচা কামিন্সের! ফোড়ন কাটলেন ঋষভ পন্থ]
এই নিয়ে দ্বিতীয়বার ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) ওয়ার্ল্ড ট্যুর সুপার ৫০০ ইভেন্টের ফাইনালে পৌঁছলেন লক্ষ্য। রবিবার চূড়ান্ত লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন চিনা তারকা লি শি ফেং। দেশকে আরও একটি খেতাব এনে দিতে পারবেন তরুণ তুর্কি? সেদিকেই তাকিয়ে ব্যাডমিন্টন প্রেমীরা।
তবে লক্ষ্যর ফাইনালে পৌঁছনোর দিন হতাশ করলেন পিভি সিন্ধু (PV Sindhu)। মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে জাপানি প্রতিপক্ষের কাছে পরাস্ত অলিম্পিকে রুপোজয়ী শাটলার। হায়দরাবাদি তারকাকে ২১-১৪, ২১-১৫ স্ট্রেট গেমে হারান আকানে ইয়ামাগুচি। তবে এখনও ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছেন লক্ষ্য সেন।