shono
Advertisement

Breaking News

University of Engineering and Management

আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন, 'Sing, Slivered Tongue' কবিতা সংকলনে নারীর নিজস্ব কণ্ঠস্বর

আয়োজনে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কলকাতা।
Published By: Buddhadeb HalderPosted: 01:25 PM Jul 30, 2025Updated: 01:25 PM Jul 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতার সেন্টার অফ এক্সেলেন্স ইন লিটারেচার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্কিলস (CELLCS) আয়োজন করল এক বর্ণাঢ্য বই প্রকাশ অনুষ্ঠান। উন্মোচন করা হল কবিতা সংকলন। কবিতায় দক্ষিণ এশীয় নারীদের কণ্ঠস্বর ফুটে উঠেছে 'Sing, Slivered Tongue' কবিতা সংকলনটিতে।

Advertisement

ঘরে বাইরে নারীদের জীবনের নানা জটিলতা ও তা থেকে ঘুরে দাঁড়ানোর কথাই উঠে এসেছে 'Sing, Slivered Tongue' বইটিতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ উইসকনসিন–স্টাউট, ইউএসএ-এর অধ্যাপক লোপামুদ্রা বসু। উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নীলাঞ্জনা দেব এবং স্বনামধন্য বক্তা অধ্যাপক হিমাদ্রি লাহিড়ী, অধ্যাপক নিশি পুলুগুর্থ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সাফল্যে কৃতজ্ঞতা জানানো হয়
বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য অধ্যাপক ড. বনানী চক্রবর্তী, উপাচার্য অধ্যাপক ড. সজল দাসগুপ্ত, প্রো-উপাচার্য অধ্যাপক ড. সত্যজিৎ চক্রবর্তী-কে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং টিম CELLCS-এর প্রতিটি সদস্যকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য এদিন অনুষ্ঠানের শেষে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতার সেন্টার অফ এক্সেলেন্স ইন লিটারেচার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্কিলস (CELLCS) আয়োজন করল এক বর্ণাঢ্য বই প্রকাশ অনুষ্ঠান।
  • কবিতায় দক্ষিণ এশীয় নারীদের কণ্ঠস্বর ফুটে উঠেছে 'Sing, Slivered Tongue' কবিতা সংকলনটিতে।
  • অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ উইসকনসিন–স্টাউট, ইউএসএ-এর অধ্যাপক লোপামুদ্রা বসু।
Advertisement