shono
Advertisement
HAL

HAL-এ প্রচুর চাকরির সুযোগ, আবেদন করুন এভাবে

আবেদনের শেষ তারিখ কবে?
Published By: Tiyasha SarkarPosted: 04:28 PM Apr 06, 2025Updated: 04:28 PM Apr 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। HAL(হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড)-এ প্রচুর চাকরির সুযোগ। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? আবেদনের ন্যূনতম যোগ্যতাই বা কী? জেনে নিন খুঁটিনাটি।

Advertisement

মোট শূন্য পদ-৩০৬

ডিপ্লোমা টেকনিশিয়ান(মেকানিক্যাল)-২০

ডিপ্লোমা টেকনিশিয়ান(ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/ইন্সট্রুমেন্টেশান)- ২৬

অপারেটর (ফিটার)-৩৪
অপারেটর (ইলেকট্রিশান)-১৪
অপারেটর(মেকানিস্ট) -৩
অপারেটর (শিট মেটাল ওয়ার্ক)-১
গ্র্যাজুয়েট অ্য়াপ্রেন্টিস (টেকনিশিয়ান, মেকানিক্যাল)-২৪
গ্র্যাজুয়েট অ্য়াপ্রেন্টিস (টেকনিশিয়ান, EEE)-৩
গ্র্য়াজুয়েট (টেকনিশিয়ান, মেকানিক্যাল)-১২৫
গ্র্যাজুয়েট অ্য়াপ্রেন্টিস (টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল)-৪
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (টেকনিশিয়ান, সিভিল)-৩
ডিপ্লোমা (টেকনিশিয়ান, ইলেকট্রনিক্স ও টেলেকমিউনিকেশন)-৫
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (টেকনিশিয়ান, CSE)-৩
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (টেকনিশিয়ান, IT)-১০
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (টেকনিশিয়ান,অটোমোবাইল)-২
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (টেকনিশিয়ান,কেমিক্যাল)-৩
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (টেকনিশিয়ান,মেটালার্জি)-২
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (টেকনিশিয়ান,সেফটি ইঞ্জিনিয়ার)-১

শিক্ষাগত যোগ্যতা

ডিপ্লোমা টেকনিশিয়ান- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
অপারেটর- সংশ্লিষ্ট ট্রেডে ITI
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (টেকনিক্যাল)-বিএ/বিটেক
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (নন-টেকনিক্যাল)-বিএ, বি.কম, বি.এসসি, বিবিএ, বিসিএ
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস- সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা

বয়স- টেকনিক্যাল ও অপারেটর পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ২৮ বছর। তবে ওবিসি হলে ৩ বছর পাবেন। তফশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে ৫ বছর ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি-
১. HAL-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান।
২.অনলাইনে আবেদনপত্র পূরণ করুন।
৩.নিজের ছবি ও ডকুমেন্ট আপলোড করুন।
৪.সাবমিট করে অ্যাপ্লিকেশন নম্বরটি রেখে দিন।

আবেদনের শেষ তারিখ-
টেকনিক্যাল ও অপারেটর পোস্টের জন্য ১৮ এপ্রিল। বাকিদের জন্য শেষ তারিখ ২৫ এপ্রিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • HAL-এ প্রচুর চাকরির সুযোগ।
  • মোট শূন্য পদ ৩০৬টি।
Advertisement