shono
Advertisement

Breaking News

খাদির নাম করে বিক্রি হচ্ছে সুতির পোশাক, ফ্যাব ইন্ডিয়ার বিরুদ্ধে দায়ের মামলা

ক্ষতিপূরণের দাবি খাদির৷ The post খাদির নাম করে বিক্রি হচ্ছে সুতির পোশাক, ফ্যাব ইন্ডিয়ার বিরুদ্ধে দায়ের মামলা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:37 PM Jun 15, 2018Updated: 06:07 PM Jun 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাদির নাম ভাঙিয়ে বিক্রি হচ্ছে সুতির পোশাক৷ ফলে তাদের বিপুল লোকসানের মুখে পড়তে হচ্ছে৷ এমনই গুরুতর অভিযোগ এনে প্রসিদ্ধ পোশাক বিক্রয়কারী সংস্থা ফ্যাব ইন্ডিয়ার বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করল খাদি৷ বিপুল পরিমাণ ক্ষতিপূরণ বাবদ ফেরত চাওয়া হয়েছে ৫২৫ কোটি টাকা৷ কারণ এই পরিমাণ অর্থই লোকসান হয়েছে বলে মামলাতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

[ইদের মতো দেশবাসীর সঙ্গে জন্মাষ্টমীও পালন করার ইচ্ছে কাফিল খানের]

খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের (কেভিইআইসি) পক্ষে এই মামলা লড়ছে কোচার অ্যান্ড কোম্পানি নামের একটি ল ফার্ম৷ কেভিআইসি-র চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা জানান, খাদির ঐতিহ্য রয়েছে রক্ষা করতে তাঁরা বদ্ধপরিকর৷ ফলে যারা নিয়ম বহির্ভূত কাজ করবে এবং গ্রামের মানুষের স্বার্থ বিঘ্নিত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ যদিও এমন কোনও মামলার কথা তাদের কাছে এসে পৌঁছায়নি বলে জানিয়েছে ফ্যাব ইন্ডিয়া কর্তৃপক্ষ৷ ফলে জল্পনার উপর ভিত্তি করে কোনও প্রত্যুত্তর দিতে চায়নি তারা৷

[‘আকবর নয়, রানা প্রতাপই মহান’, যোগীর মন্তব্যে বিতর্ক]

প্রসঙ্গত, ২০১৫-তে একটি ফ্যাব ইন্ডিয়ার পোশাকে একটি পরীক্ষা চালিয়েছিল খাদি৷ সেখানে দেখা গিয়েছে, খাদির ট্যাগ লাগিয়ে যে সমস্ত পোশাক তারা ব্যবহার করছে সেগুলি সাধারণ কারখানায় তৈরি সুতির পোশাক৷ খাদির পোশাক নয়৷ এরপরেই খাদির পক্ষ থেকে ফ্যাব ইন্ডিয়াকে একটি নোটিশ পাঠান হয়েছিল৷ যেখানে বলা হয়েছিল, খাদির নামে পোশাক বিক্রি বন্ধ করা হোক৷ এমনকি খাদির পোশাক দেখিয়ে ফ্যাব ইন্ডিয়া যে বিজ্ঞাপন দেখাচ্ছে তাও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল৷ কিন্তু তারপরেও তেমন কোনও কাজ হয়নি৷ ফলে এবার মামলার পথে হাঁটল খাদি৷

The post খাদির নাম করে বিক্রি হচ্ছে সুতির পোশাক, ফ্যাব ইন্ডিয়ার বিরুদ্ধে দায়ের মামলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement