shono
Advertisement

Breaking News

কলকাতায় তল্লাশিতেই মিলল সূত্র, দিল্লিতে CBI’এর জালে গরু পাচারকাণ্ডের অন্যতম পাণ্ডা এনামুল

শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
Posted: 03:13 PM Nov 06, 2020Updated: 04:12 PM Nov 06, 2020

সুব্রত বিশ্বাস: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য সফর চলাকালীন গরু পাচারকাণ্ডে জড়িতদের সন্ধানে বৃহস্পতিবার দিনভর কলকাতায় তল্লাশি চালায় CBI. এছাড় আয়কর দপ্তরও হানা দিয়েছিল আসানসোল শিল্পাঞ্চলের একাধিক কয়লা ব্যবসায়ীর বাড়িতে। এই তল্লাশিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বৃহস্পতিবার এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন। তবে CBI তল্লাশিতেই মিলল সূত্র। শুক্রবার ভোরে দিল্লি থেকে গরু পাচারকাণ্ডের (Cattle smuggling) অন্যতম মূল অভিযুক্ত, মুর্শিদাবাদের ব্যবসায়ী এনামুল হককে গ্রেপ্তার করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

Advertisement

রাজ্যে গরু পাচারকাণ্ডে বৃহস্পতিবার আবার কলকাতার চার জায়গায় তল্লাশি চালায় সিবিআই। মানিকতলায় ব্যবসায়ী রাজন পোদ্দারের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি আটক করা হয়। সেপ্টেম্বরে মালদহ ও মুর্শিদাবাদের মোট ১৬ জায়গায় একযোগে তল্লাশি চালিয়ে বহু নথি সংগ্রহ করেছিল তদন্তকারী এই সংস্থা। দিন দুয়েক আগেও কলকাতায় শুল্ক দপ্তরের আধিকারিক-সহ চারজনকে গ্রেপ্তার করে সিবিআই। গোটা চক্রের জাল খুলে ধীরে ধীরে এগোচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জানা গিয়েছিল, সীমান্তে গরুপাচারে যোগসাজশ ছিল বিএসএফেরও। প্রতি গরুতে হাজার দুয়েক টাকা পেত বিএসএফের এক শ্রেণির কর্তারা। গরুর এই দরদাম চলত মুর্শিদাবাদের শুল্ক দপ্তরের এক শ্রেণির কর্তাদের যোগসাজশে।

[আরও পড়ুন: এখনই মিলছে না জামিন! চার দশক পর ভোটগণনার দিন বিহারে থাকবেন না লালু]

এই বেআইনি নিলামে কম দামে গরু কিনে নিতে কুখ্যাত পাচারকারীদের কিংপিন এনামুল হক, আনারুল ও মুস্তাফারা। তল্লাশি চালিয়ে তখনই সিবিআই জানতে পারে, প্রাক্তন বিএসএফ কর্তা সতীশ কুমারের যোগসাজশের কথা। এরপর তদন্তকারীরা বৃহস্পতিবার সতীশ কুমারের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি আটক করে। তাঁকে পাচারের মূল অভিযুক্ত করে এফআইআর দায়ের করে সিবিআই।

[আরও পড়ুন: ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কোনও হেরফের বরদাস্ত নয়’, চিনকে হুঁশিয়ারি রাওয়াতের]

বৃহস্পতিবার এই সতীশ কুমারের সল্টলেকের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিপত্র এবং তাকে জেরায় মেলা তথ্যের ভিত্তিতে এনামুলের সন্ধান মেলে। তবে কলকাতা কিংবা মুর্শিদাবাদে নয়, গরু পাচারকাণ্ডের তদন্তে CBI সক্রিয় হওয়ার পর থেকে এনামুল পালিয়ে বেড়াচ্ছিল। শেষমেশ দিল্লি থেকেই তাকে গ্রেপ্তাপ করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement