shono
Advertisement

ভারতীয় সেনায় লুকিয়ে পাক নাগরিক? সিআইডির সঙ্গে তদন্তে সিবিআইও, নির্দেশ হাই কোর্টের

দেশের নিরাপত্তায় সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে, নির্দেশ বিচারপতি মান্থার।
Posted: 03:58 PM Jun 27, 2023Updated: 04:39 PM Jun 27, 2023

গোবিন্দ রায়: ভারতীয় সেনায় (Indian Army) পাক নাগরিক? খুঁজে বের করতে তদন্তে করবে সিবিআই। তদন্ত চালিয়ে যাবে সিআইডিও। মঙ্গলবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রাজাশেখর মান্থা। সমস্ত তদন্তকারী সংস্থাকে সেনার সঙ্গে তদন্তে সহযোগিতা করতে হবে জানিয়ে দিয়েছে আদালত। বিচারপতি মান্থার নির্দেশ, দেশের নিরাপত্তায় সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। সিআইডির তদন্তে এটা স্পষ্ট যে অভিযোগের যথেষ্ট গুরুত্ব আছে।

Advertisement

ভারতীয় সেনায় (Indian Army) পাকিস্তানি নাগরিককে নিয়োগের অভিযোগ ওঠে। দুই পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে বারাকপুরে সেনাবাহিনীর ক্যাম্পে কাজ করছে বলে অভিযোগ তুলে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করা হয়েছিল। অবিলম্বে CID-কে অভিযোগ গ্রহণের নির্দেশও দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মামলাতে এদিন সিবিআইকেও প্রাথমিক তদন্ত শুরুর নির্দেশ দেন বিচারপতি। তবে সমান্তরালভাবে সিআইডিও তদন্ত চালিয়ে যাবে।

[আরও পড়ুন: জলপাইগুড়ি থেকে ফেরার সময় দুর্যোগে মমতার হেলিকপ্টার, হল জরুরি অবতরণ]

এদিন আদালতে রাজ্য জানায়, “অভিযোগের যথেষ্ট গুরুত্ব আছে। আমরা যা পেয়েছি তাতে অভিযোগ গুরুতর বলেই মনে হচ্ছে। যথেষ্ট সিরিয়াস ইস্যু।” তারা জানিয়েছে,
“CID বেশকিছু তথ্য পেয়েছে। আমাদের তথ্য অনুযায়ী ইতিমধ্যে ভারতীয় সেনা অভিযুক্ত একজনকে গ্রিল করেছে। কিছু পদক্ষেপ করেছে সেনা। কিন্তু গ্রেপ্তার না কি আটক সেটা বলতে পারব না।” রাজ্য়ের দাবি, “এই ঘটনার গভীরতা কতটা সেটা বুঝতে পারছি না। উত্তরপ্রদেশ, বিহার, অসম-সহ বহু রাজ্যের যোগ আছে। আমরা ছাপাখানা চিহ্নিত করেছি। যেখানে ডমিসাইল সার্টিফিকেট-সহ জাল নথি ছাপা হয়।”

রাজ্যের বক্তব্য় শুনে বিচারপতি মান্থা নির্দেশ, “সিআইডি, সিবিআই ও সেনাকে দেশের নিরাপত্তার জন্য একযোগে কাজ করতে হবে। কোনওভাবে যেন সেনার সঙ্গে সিবিআই বা সিআইডি র সংঘাত না হয়। কারণ এখানে মূল ঘটনা সেনার ভিতরে।” আদালত জানিয়েছে, সেনা ও কেন্দ্রীয় সংস্থাগুলি একযোগে তদন্ত করবে। রাজ্যের সিআইডি তাদের হাতে আসা তথ্য নথি ও সহযোগিতা সেনাকে দিয়ে সাহায্য করবে। সিবিআই প্রাথমিক অনুসন্ধান করবে। সেনা প্রয়োজনে রিপোর্ট দিতে পারে। আগামী শুনানিতে সিবিআই ও সিআইডিকে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে। ২৬ জুলাই পরবর্তী শুনানি।

[আরও পড়ুন: জলপাইগুড়ি থেকে ফেরার সময় দুর্যোগে মমতার হেলিকপ্টার, হল জরুরি অবতরণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement