সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিসি সরকারের বাড়িতে হানা সিবিআইয়ের (CBI)। জাদুকর এবং তাঁর মেয়ের উপস্থিতিতে মুকুন্দপুরের বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। জিজ্ঞাসাবাদও করা হচ্ছে তাঁকে।
টাওয়ার গ্রুপ অফ কোম্পানির আর্থিক প্রতারণা মামলায় কলকাতায় চারটি এলাকায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। সেই তালিকাতেই রয়েছে পিসি সরকারের বাড়িও। শুক্রবার তাঁর মুকুন্দপুরের (Mukundapur) বাড়িতে হানা দেন অন্তত ১০ জন আধিকারিক। জাদুকর এবং তাঁর মেয়ের উপস্থিতিতে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। সিবিআই সূত্রে খবর, টাওয়ার গ্রুপ অফ কোম্পানির থেকে বিভিন্ন সময়ে উপকৃত হয়েছেন জাদুকর। মোটা অঙ্কের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে তাঁর। আর্থিক লেনদেন সংক্রান্ত খোঁজখবর নিতে জেরা করা হচ্ছে জাদুকরকে। সিবিআই সূত্রে খবর, পিসি সরকার (PC Sarkar) জানিয়েছেন টাওয়ার গ্রুপ অফ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন। সে সূত্রেই ওই সংস্থা থেকে টাকা নিয়েছিলেন তিনি। সে সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখতে চান সিবিআই আধিকারিকরা। অ্যাকাউন্ট ছাড়া নগদ টাকা হাতে নিয়েছেন কিনা, তাও জাদুকরকে জেরা করে জানতে চাইছেন তদন্তকারীরা। শুধু জাদুকরই নন, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁর মেয়েকেও জেরা করছে সিবিআই।
[আরও পড়ুন: কেষ্টপুরে নির্মীয়মান বহুতলে বিস্ফোরণ, বোমা মজুতের সম্ভাবনায় তদন্তে পুলিশ]
দিনকয়েক আগে সিবিআই রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর (Gautam Kundu) স্ত্রী শুভ্রাকে নিজেদের হেফাজতে নেয়। তার বিরুদ্ধেও কোটি কোটি টাকা বেনিয়মের অভিযোগ রয়েছে। সিবিআই সূত্রে খবর, জেলবন্দি গৌতম কুণ্ডুর মদত অনুযায়ী কয়েক কোটি টাকা নিজের এবং অন্যান্যদের অ্যাকাউন্টে সরিয়ে দিয়েছেন শুভ্রা। এছাড়া ‘অদ্রিজা’র শোরুম থেকে দামি গয়নাগাটি সরিয়ে দিয়েছেন। এ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলার জন্য বারবার তাঁকে ডেকে পাঠান তদন্তকারীরা। যদিও তদন্তের বিষয়ে শুভ্রা সহযোগিতা করেননি বলেই অভিযোগ। তারই জেরে গ্রেপ্তার করা হয় গৌতম ঘরনিকে। তার ঠিক কয়েকদিনের মধ্যে আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলায় সিবিআইয়ের নজরে পিসি সরকার।