shono
Advertisement

এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের নজরে অনুব্রত ঘনিষ্ঠ মলয়, আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ

অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবেই এলাকায় পরিচিত মলয় পীঠ।
Posted: 03:33 PM Feb 22, 2024Updated: 05:50 PM Feb 22, 2024

দেব গোস্বামী, বোলপুর: গরুপাচারের পর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠর। এবার ব্যবসায়ী মলয় পীঠকে (Malay pit) তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। বৃহস্পতিবার তাঁকে হাজিরা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবেই এলাকায় পরিচিত মলয় পীঠ। গরুপাচার মামলায় দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে তিনি। একাধিকবার মলয় পীঠকে তলব করেছে ইডি ও সিবিআই। এবার শিক্ষক দুর্নীতিতেও তাঁর যোগ। এদিনই সিবিআইয়ের তরফে মলয় পীঠকে নোটিস পাঠানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে অনুব্রত ঘনিষ্ঠ এই ব্যবসায়ী জানান, তিনি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কাছে ব্যস্ত। এই তলবে হাজিরার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন না তিনি।

[আরও পড়ুন: স্বামীর জোরাজুরিতে ইউটিউব দেখে বাড়িতেই প্রসব! মৃত্যু মা ও সদ্যোজাতের]

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের রাইস মিল থেকে সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের একটি এসইউভি গাড়ির সূত্র ধরে উঠে এসেছিল মলয় পীঠের নাম। তার পর দীর্ঘক্ষণ পেরিয়েছে। একাধিকবার গরুপাচার মামলায় তাঁকে তলব করেছিল ইডি ও সিবিআই। এবার নিয়োগ দুর্নীতিতেও জুড়ল তাঁর নাম।

[আরও পড়ুন:  আইপিএস আধিকারিককে খলিস্তানি বলার জের, শুভেন্দু ও অগ্নিমিত্রাকে সতর্ক করলেন নাড্ডা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার