shono
Advertisement

Breaking News

‘বাংলায় CBI-কে সেটিং করেছে, তাই কেন্দ্র ইডি পাঠিয়েছে’, ফের বিস্ফোরক দিলীপ

'সিবিআইয়ের সম্মানহানি হচ্ছে', পালটা তোপ কুণাল ঘোষের।
Posted: 03:16 PM Aug 21, 2022Updated: 04:14 PM Aug 22, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ‘সিবিআই সেটিং’ তত্ত্ব নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, গত কয়েক বছর ধরে বাংলায় সিবিআইয়ের (CBI) সঙ্গে সেটিং করা হচ্ছিল। বিষয়টা বুঝতে পেরে অর্থমন্ত্রক ইডিকে (Enforcement Directorate) পাঠিয়েছে। একইসঙ্গে তাঁর আক্ষেপ, “অসুখ অনুযায়ী ওষুধের ডোজ পড়ছে না।” স্বাভাবিকভাবেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বঙ্গ বিজেপির (BJP) প্রাক্তন সভাপতির এহেন মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে। খড়গপুরের সাংসদের এহেন মন্তব্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সম্মানহানি হয়েছে বলে দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)।

Advertisement

রবিবার কলকাতার এক কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেখানে সিবিআই-ইডির সক্রিয়তা প্রসঙ্গে বিস্ফোরক প্রতিক্রিয়া দেন তিনি। দিলীপ ঘোষের কথায়, “আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হলেও এফেক্ট পড়ছিল না। গত কয়েক বছর ধরে বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হচ্ছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে।” ইডির তদন্ত নিয়ে অনেকের আপত্তি রয়েছে বলেও অভিযোগ করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। তাঁর কথায়, “ইডি পোষ মানবে না, কামড়াবে। যারা সেটিং করেছে তাঁরাই এখন ইডির তদন্ত নিয়ে আপত্তি করছে। আদালতে যাচ্ছে। প্রশ্ন করছে, কেন ইডি তদন্ত করবে?” তবে সাংসদের আক্ষেপ, “রোগ যতটা কড়া, ওষুধের ডোজ তেমন পড়ছে না।” তাঁর এহেন মন্তব্যের পালটা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

[আরও পড়ুন: ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’, এবার মমতা-অভিষেকের যৌথ ছবি দিয়ে নতুন পোস্টার শহরে]

তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদকের কথায়, বিকৃত ভাষা ব্যবহার করছেন। সাংসদের মুখে এ ধরনের ভাষা শোভা পায় না। সিবিআইয়ের সম্মানহানি হচ্ছে।” একইসঙ্গে তাঁর প্রশ্ন, কে সেটিং করছে? কার কথা বলতে চাইলেন দিলীপ ঘোষ। বিজেপি সাংসদের মন্তব্যকে কৌশলী বলে উল্লেখ করে কুণালের দাবি, “দিলীপদা কহি পে নিগাহে, কহি পে নিশানা করলেন না তো? কোথাও শুভেন্দুর সঙ্গে সিবিআইয়ের সেটিং করে গ্রেপ্তারি এড়ানোর প্রশ্ন তুলে দিলেন না তো?”

বাংলার শাসকদলের পরপর দুই নেতাকে গ্রেপ্তার করেছে ইডি-সিবিআই। একের পর এক মামলায় তদন্তের গতি বাড়িয়েছে তারা। এমন পরিস্থিতিতে রাজ্যে সিবিআই সেটিং নিয়ে সরব হলেন দিলীপ ঘোষ। যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

[আরও পড়ুন: এবার অনুব্রতকন্যা সুকন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে সিবিআই হানা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement