সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মেরে সপনো কি রানি কব আয়েগি তু?’ রেলের জানলায় বসে রয়েছেন শর্মিলা ঠাকুর। আর দূরে রাস্তায় হুডখোলা জিপে বসে তাঁর উদ্দেশে গান গাইছেন রাজেশ খান্না। বলিউডের (Bollywood) সঙ্গে রেলের (Indian Railways) সম্পর্কে ভাবতে বসলে এমনই সব আইকনিক দৃশ্য মাথায় ভেসে উঠতে বাধ্য। পাশাপাশি ‘দ্য বার্নিং ট্রেন’-এর মতো ছবিও তৈরি হয়েছে, যার গোটাটাই প্রায় ট্রেনে শুটিং করা হয়েছে। কিন্তু জানেন কি, ২০২১-২২ সালে রেল স্রেফ ছবির শুটিং বাবদই যা আয় করেছে তা সর্বকালীন রেকর্ড। রেল বলতে এখানে সেন্ট্রাল রেলওয়ের কথাই বলা হয়েছে।
গত অর্থবর্ষে সেন্ট্রাল রেলওয়ের রোজগার হয়েছে ২.৪৮ কোটি টাকা। এর মধ্যে ১.২৭ কোটি টাকাই আয় হয়েছে একটিই ছবি থেকে। সেই ছবির নাম এখনও স্থির হয়নি। ছবিটির পরিচালক আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। সেই ছবিটির শুটিং করতে গিয়েই এই রেলের কোষাগারে ঢুকল বিপুল অর্থ।
[আরও পড়ুন: দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, মহারাষ্ট্রে একদিনে আক্রান্তের হার বাড়ল ১০৩%]
এই সম্পর্কে বলতে গিয়ে ছবির অন্যতম প্রযোজক অমিত কুলকার্নি এক বিনোদন ওয়েবসাইটকে জানিয়েছেন, ”এই ছবিটির অধিকাংশ শুটিংই হয়েছে রেল চত্বরে। সব মিলিয়ে ৪৮ থেকে ৫০ দিন শুট করা হয়েছে। এর মধ্যে ২৪ দিনই শুটিং হয়েছে রেল চত্বরে।”
ছবিটির নাম এখনও ঠিক হয়নি। তবে সূত্রের দাবি, সম্ভবত সেটির নাম হতে পারে ‘২ ব্রাইডস’। আবার এমনও শোনা যাচ্ছে ছবির নাম রাখা হতে পারে ‘লাপাতা লড়কি’।
এই ছবির শুটিং হয়েছে ইয়েওলা রেল স্টেশনে। নাসিক শহর থেকে ১০০ কিমি দূরে অবস্থিত এই স্টেশনে এর আগে কোনও ছবির শুটিং হয়নি। ছবিটি নিয়ে বেশ উত্তেজিত কিরণ রাও। এদিকে ছবিতে অন্যতম প্রযোজক হিসেবে রয়েছেন আমির খান।