shono
Advertisement

Breaking News

নাগরোটা হামলার জের, বনগাঁয় বিশেষ বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র

সার্জিক্যাল স্ট্রাইকের পর অন্তত ১৫ জন পাক রেঞ্জার্স ও ১০ জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা৷ The post নাগরোটা হামলার জের, বনগাঁয় বিশেষ বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র appeared first on Sangbad Pratidin.
Posted: 10:34 PM Nov 30, 2016Updated: 05:04 PM Nov 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মুর নাগরোটায় সেনা শিবিরে জঙ্গি হামলায় দুই অফিসার-সহ সাত জওয়ান শহিদ হওয়ার পর হুঁশ ফিরল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের৷ ভবিষ্যতে ফের এধরনের জঙ্গি হামলা রুখতে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা৷ দেশের সমস্ত সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে৷ নজর দেওয়া হচ্ছে এরাজ্যের দিকেও৷ বুধবার ভারত-বাংলাদেশ সীমান্তের বনগাঁয় পাঁচ সদস্যের বিশেষ বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখবে ওই বাহিনী৷

Advertisement

নাগরোটায় সেনা শিবিরে জঙ্গি হামলায় জখম হয়েছেন একাধিক জওয়ান৷ সেনার পাল্টা জবাবে তিন জঙ্গির মৃত্যু হয়৷ যদিও অসমর্থিত সূত্রের খবর, জওয়ানদের পাল্টা জবাবে চার জঙ্গির মৃত্যু হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাদের সঙ্গে বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের এক বৈঠক হয় এদিন৷ ওই বৈঠকে সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে৷ বিএসএফ ডিজি কে কে শর্মা বুধবার জানিয়েছেন, দেশের সীমান্তবর্তী এলাকাগুলিকে সুরক্ষিত রাখতে সবরকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তে বেশ কিছু নদী রয়েছে৷ তাই সে সব অঞ্চলে বাস্তবিকভাবে পাঁচিল তোলা সম্ভব নয়৷ অন্যান্য এলাকাগুলিতে ফেন্সিংয়ের কাজ চলছে৷”

সাম্বায় জঙ্গি হামলার প্রসঙ্গে তিনি বলেন, “সার্জিক্যাল স্ট্রাইকের পর অন্তত ১৫ জন পাক রেঞ্জার্স ও ১০ জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা৷ পাশাপাশি, বেশ কিছু পাক সেনাছাউনিও নষ্ট করে দেওয়া হয়েছে৷ সার্জিক্যাল স্ট্রাইকের পর আমরা ‘অপারেশন রুস্তম’ শুরু করেছি৷ কারণ, আমরা জানতাম সার্জিক্যাল স্ট্রাইকের পর মরিয়া হয়ে উঠবে পাকিস্তান, যার প্রভাব পড়তে পারে নিয়ন্ত্রনরেখা ও আন্তর্জাতিক সীমানায়৷” তিনি আরও জানিয়েছেন, এদিন সকালে নাগরোটায় চিরুনি তল্লাশি চালিয়ে কিছু বোমা উদ্ধার হয়েছে৷ বোমাগুলি নিস্ক্রিয় করা হয়েছে৷

The post নাগরোটা হামলার জের, বনগাঁয় বিশেষ বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement