সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম থেকে অষ্টম শ্রেণিতে শিক্ষকতার জন্য শিক্ষক নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, দিল্লি৷ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট ইউনিট ২০১৬-র মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে৷ অনলাইনে www.ctet.nic.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে৷ আবেদনের শেষ দিন ১৮ জুলাই, ২০১৬৷
সেন্ট্রাল টেট অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর, ২০১৬ তরিখে৷ প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি প্রাইমারি স্টেজ ও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এলিমেন্টারি স্টেজ দু’টি পর্বে পরীক্ষা হবে৷ সময় আড়াই ঘণ্টা করে৷ দু’টি পর্বের ক্ষেত্রে আবেদনের ফি ১,০০০ টাকা এবং একটি পর্বের ক্ষেত্রে ৬০০ টাকা৷ তফসিলি ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে যথাক্রমে ৫০০ ও ৩০০ টাকা৷ ফি দিতে হবে অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ডে অথবা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে৷ ব্যাঙ্কের ফি পেমেন্ট চালানের মাধ্যমেও ফি দেওয়া যাবে৷ অনলাইনে আবেদনের পর কোথাও কোনও আবেদনপত্রের প্রিন্ট আউট বা নথিপত্রের কপি পাঠাতে হবে না৷ ১৭ আগস্ট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে৷ শিক্ষাগত যোগ্যতা-সহ বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটেই৷
The post সেন্ট্রাল টেট ১৮ সেপ্টেম্বর appeared first on Sangbad Pratidin.