shono
Advertisement

১২৮টি নতুন রুটে সস্তায় বিমানে চড়ার সুযোগ আনল কেন্দ্র

চালু হল কেন্দ্রের 'উড়ান' প্রকল্প৷ The post ১২৮টি নতুন রুটে সস্তায় বিমানে চড়ার সুযোগ আনল কেন্দ্র appeared first on Sangbad Pratidin.
Posted: 06:54 AM Mar 31, 2017Updated: 05:14 PM Dec 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন এপ্রিল থেকে দেশের ৭০টি ছোট, মাঝারি ও বড় বিমানবন্দর থেকে ১২৮টিরও বেশি রুটে উড়ে যেতে পারবেন যাত্রীরা৷ ঘন্টা পিছু ২৫০০ টাকার বিনিময়ে যাত্রীদের বিমানে চড়ার ব্যবস্থা করছে কেন্দ্র৷

Advertisement

বৃহস্পতিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ‘উড়ান’ প্রকল্পের সূচনা করে৷ পাঁচটি বিমান সংস্থাকে নয়া রুটগুলিতে বিমান ওড়ানোর অনুমতি দেওয়া হয়েছে৷ বিমানের সাহায্যে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতেই নয়া উদ্যোগ বলে জানিয়েছেন বিমানমন্ত্রী অশোক গজপতি রাজু৷ তিনি বলেছেন, “৪৩টি আঞ্চলিক বিমানবন্দরকে আকাশপথে জোড়া হচ্ছে৷ আগে বড়লোকরা বিমানে ওঠার কথা ভাবতেন, কিন্তু এবার দেশের আম নাগরিকরাও কম দামে বিমান পরিষেবা পাবেন৷”

স্পাইসজেট, টার্বো মেঘা এয়ারওয়েজ, এয়ার ডেকান, এয়ার ওড়িশা নতুন রুটে বিমান ওড়ানোর অনুমতি পেয়েছে৷ এই রুটের বিমানগুলির অর্ধেক আসনের জন্য কেন্দ্র ২৫০০ টাকা দাম বেধে দিয়েছে৷ দ্রুতই, সিমলা, আগ্রা, রাউরকেল্লা, বার্নপুর, শিলংয়ের অব্যবহৃত বা কম ব্যবহৃত বিমানবন্দরগুলি থেকে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বইয়ের মতো ব্যস্ত বিমানবন্দরে বিমান ওঠানামা করবে৷ এর জন্য বিমান সংস্থার ক্ষতি হলে ভরতুকি দেবে কেন্দ্র৷

The post ১২৮টি নতুন রুটে সস্তায় বিমানে চড়ার সুযোগ আনল কেন্দ্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement