shono
Advertisement

প্রতিরক্ষামন্ত্রীর সার্টিফিকেটের প্রয়োজন নেই, কটাক্ষ ‘দ্য হিন্দু’গ্রুপের চেয়ারম্যানের

নির্মলা সীতারমণ শুক্রবারই দাবি করেন, চিঠির ভুল ব্যাখ্যা করা হচ্ছে। The post প্রতিরক্ষামন্ত্রীর সার্টিফিকেটের প্রয়োজন নেই, কটাক্ষ ‘দ্য হিন্দু’ গ্রুপের চেয়ারম্যানের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:03 PM Feb 09, 2019Updated: 01:03 PM Feb 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাফালে ইস্যুতে দৈনিক সংবাদপত্র ‘দ্য হিন্দু’র প্রতিবেদন ঘিরে সরগরম গোটা দেশের রাজনীতি। শুক্রবারই প্রতিবেদন নিয়ে সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীকে চোর বলে আক্রমণ করেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতির অভিযোগ, বায়ুসেনার ৩০ হাজার কোটি টাকা চুরি করেছেন নরেন্দ্র মোদি। সেই টাকা তিনি তুলে দিয়েছেন শিল্পপতি ‘বন্ধু’ অনিল আম্বানির হাতে। এরপরই পালটা তোপ দাগেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। দাবি করেন, চিঠির ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এবার নির্মলাকে সরাসরি আক্রমণ করলেন ‘দ্য হিন্দু’ গ্রুপের চেয়ারম্যান এন রাম। বলেন, প্রতিরক্ষামন্ত্রীর কাছ থেকে কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই তাঁর।

Advertisement

শুক্রবারই বিরোধীরা লোকসভায় তুমুল হই-হট্টগোল করেন এই ইস্যুতে। যুদ্ধে অবতীর্ণ হন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ৷ তিনি পালটা অভিযোগ করেন, ‘‘চিঠির ভুল ব্যাখ্যা করছে কংগ্রেস৷ এই চিঠির উত্তরে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর জানিয়েছিলেন যে, সব কিছু ঠিকঠাক চলছে৷ কোনও অসুবিধা নেই৷ সেই বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রকাশ করা হয়নি সংবাদপত্রের প্রতিবেদনে৷’’ একই ভাবে শুক্রবার সরকারের পাশে দাঁড়ান তৎকালীন প্রতিরক্ষা সচিব ডি মোহন কুমারও৷ ওই চিঠির সঙ্গে পিএমও-র হস্তক্ষেপ বা দরের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি৷ এরপর এন রাম তোপ দাগেন প্রতিরক্ষামন্ত্রীকে। তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘নির্মলা সীতারমণের কাছ থেকে আমার কোনও শংসাপত্রের প্রয়োজন নেই। ওরা এবার ঘোর বিপদে পড়েছে। তাই বিষয়টি ধামাচাপা দিতে চাইছে। প্রতিরক্ষামন্ত্রীকে আমার একটাই পরামর্শ, আপনি এই লেনদেনর অংশই যখন নন তাহলে কেন অসমর্থনীয় একটি বিষয়ের যৌক্তিকতা প্রমাণের ভার তুলে নিচ্ছেন?’

[প্রতিবেদন ভুল! রাফালে ইস্যুতে সরকারকে ক্লিনচিট বায়ুসেনা অধিকর্তার]

এদিকে, সংবাদপত্রের প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিলেন রাফালে যুদ্ধবিমান সংক্রান্ত নেগোসিয়েশন টিমের প্রধান এয়ার মার্শাল এসবিপি সিনহা৷ বায়ুসেনার এই শীর্ষ আধিকারিক স্পষ্ট অভিযোগ করলেন, রাফালে সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ তথ্য প্রকাশ করা হয়নি৷ ভুল ব্যাখ্যা করা হয়েছে ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’তে৷ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এড়িয়ে যাওয়া হয়েছে ওই চিঠির উত্তরে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের পালটা জবাবের অংশকে৷ কেবলমাত্র একপক্ষের বক্তব্য প্রকাশ্যে আনা হয়েছে৷

The post প্রতিরক্ষামন্ত্রীর সার্টিফিকেটের প্রয়োজন নেই, কটাক্ষ ‘দ্য হিন্দু’ গ্রুপের চেয়ারম্যানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার