shono
Advertisement

কলকাতা থেকে গ্রেপ্তার মণিপুরের নিষিদ্ধ সংগঠনের প্রধান, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

নাশকতার ছক কষেই শহরে প্রবেশ বলে অনুমান৷ The post কলকাতা থেকে গ্রেপ্তার মণিপুরের নিষিদ্ধ সংগঠনের প্রধান, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 01:19 PM Sep 09, 2018Updated: 01:22 PM Sep 09, 2018

অর্ণব আইচ: কলকাতা থেকে পাকড়াও মণিপুরের নিষিদ্ধ সংগঠন মিলিটারি কাউন্সিল প্রোগ্রেসিভ বা কাংলেইপাক কমিউনিস্ট পার্টির স্বঘোষিত প্রধান৷ প্রচুর অস্ত্রশস্ত্র-সহ তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ৷ ধৃতের নাম আমন নেলশন সিং ওরফে চিংখেই খুমান ওরফে মখেইখোম্বা মেতাই৷ পুলিশের অনুমান, শহরে কোনও নাশকতা ঘটানোরর লক্ষ্যেই প্রবেশ করে ধৃত মিলিটারি কাউন্সিল প্রোগ্রেসিভ সদস্য৷

Advertisement

[কাকতালীয় হলেও সত্যি, মঙ্গলবারেই সূচনা ও সমাপ্তি মাঝেরহাট সেতুর]

জানা গিয়েছে, ধৃতের বাড়ি পূর্ব ইম্ফলের লামলাখ থানার অন্তর্গত এলাকায়৷ অনেকদিন ধরেই শহরে প্রবেশের চেষ্টা করছিল সে৷ খবর যায় পুলিশের কাছে৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ৷ মেলে সাফল্য৷ পুলিশের জালে ধরা পড়ে আমন নেলশন সিং৷ তাঁর কাছ থেকে মিলেছে একটি নয় এমএম পিস্তল, একটি সাত এমএম পিস্তল ও তিনটি গুলি৷

[রবিবারও বাড়ল পেট্রল-ডিজেলের দাম, পকেটে টান গৃহস্থের]

পুলিশের অনুমান, কলকাতায় বসবাসকারী মণিপুরি নাগরিকদের উপরে হামলার ছকেই শহরে প্রবেশ করে ধৃত৷ তাকে রবিবারই তোলা হয় ব্যাংকশাল আদালতে৷ পুলিশ সূত্রে খবর, তাকে হেফাজতে নেওয়ার আবেদন করতে পারেন তদন্তকারীরা৷ তাকে জেরা করে সংগঠনের কাজকর্ম সম্পর্কে অনেক গোপন তথ্য পাওয়া যাবে বলে অনুমান তদন্তকারীদের৷ তবে এই প্রথম নয়৷ এর আগেও শহরে গ্রেপ্তার হয়েছে মণিপুরের এই নিষিদ্ধ সংগঠনের সদস্যরা৷ গত বছর শহরেরে একটি গহনার দোকানে ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছে মিলিটারি কাউন্সিল প্রোগ্রেসিভের বেশ কয়েকজন সদস্য৷ শহরের বিভিন্ন এলাকায় এই সংগঠনের আরও সদস্যের আত্মগোপন থাকার আশঙ্কা করা হচ্ছে৷

The post কলকাতা থেকে গ্রেপ্তার মণিপুরের নিষিদ্ধ সংগঠনের প্রধান, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement