shono
Advertisement

‘দূরের চাঁদমামা এবার ট্যুরের হবে’, চন্দ্রযানের সাফল্যের পর ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন মোদি

ভবিষ্যতে কি চাঁদে মানুষ পাঠাতে চাইছেন প্রধানমন্ত্রী?
Posted: 07:59 PM Aug 23, 2023Updated: 08:28 PM Aug 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সফল ইসরো (ISRO)। সফল চন্দ্রযান। আর এই সাফল্যে তিনি উচ্ছ্বসিত, সেটা আলাদা করে বলার দরকার পড়ে না। ভারত চাঁদের মাটি ছোঁয়ার পর প্রথম প্রতিক্রিয়াতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলে দিলেন, “মহাকাশের মাটিতে নতুন ভারতের উদয় হল। ১৪০ কোটি ভারতবাসীর ইচ্ছেশক্তির জয় হল।” প্রধানমন্ত্রী বললেন, “এই সাফল্য শুধু ভারতের নয়। গোটা বিশ্বের।”

Advertisement

এ তো গোল তত্ত্বকথা। নিজের ভবিষ্যৎ নিয়েও বলে দিলেন প্রধানমন্ত্রী। যা বললেন, সেটা বেশ মজারও আবার তাৎপর্যপূর্ণও। প্রধানমন্ত্রী এদিন দক্ষিণ আফ্রিকা থেকে ভারচুয়ালি ইসরোর সদর দপ্তরে যোগ দিয়েছিলেন চন্দ্রযানের অবতরণ দেখতে। সেখান থেকেই বললেন,”পৃথিবীকে আমরা মা বলি। আর চাঁদকে বলি মামা। একটা সময় বলা হত চাঁদমামা অনেক দূরে। কিন্তু আমি নিশ্চিত ভবিষ্যৎ প্রজন্ম বলবে, চাঁদমামা মাত্র একটি ট্যুর দূরে।”

[আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরের একই রানওয়েতে জোড়া বিমান! অল্পের জন্য বিপদ থেকে রক্ষা]

কথাটা তিনি বলেছিলেন রসিকতার সুরেই। কিন্তু তাতে কি ভবিষ্যৎ কোনও পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির? শুরু হয়েছে জল্পনা। আগামী দিনে কি ‘মুন ট্যুরিজমে’র কথা ভাবছেন? তিনি যে বললেন, “আমার বিশ্বাস আমাদের আগামী প্রজন্ম চাঁদে পর্যটনের স্বপ্ন দেখবে।” সেটা কি স্রেফ হাওয়ায়, নাকি সত্যিই কোনও পরিকল্পনা রয়েছে তাঁর? আসলে চাঁদের মাটিতে পা রাখার পর থেমে থাকতে চান না প্রধানমন্ত্রী। মহাকাশে আরও আরও এগিয়ে যাক ভারত। চাইছেন মোদি।

[আরও পড়ুন: আবারও বাংলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, কলকাতায় প্রাণ গেল নাবালকের]

এদিন যেমন ভবিষ্যৎ পরিকল্পনার কথাও বলছেন, প্রধানমন্ত্রী। মোদি বলেন, “ভারতের এই সাফল্য অন্য দেশের চন্দ্রাভিযানেও ভবিষ্যতে সাহায্য করবে। এবার আমরা সীমাহীনকে ছোঁয়ার জন্য আশাবাদী হতে পারি। ভারত প্রমাণ করল দক্ষিণ এশিয়ার দেশগুলিও পারে।” প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এরপর আদিত্য L1 মিশন লঞ্চ করবে ইসরো। আমাদের পরবর্তী লক্ষে শুক্রগ্রহও রয়েছে। আর আছে গগনযান মিশন। যার মাধ্যমে ভারত প্রথমবার মহাকাশে মানুষ পাঠাবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement