shono
Advertisement

গৃহবন্দি অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু, জগন সরকারের বিরুদ্ধে বিক্ষোভে টিডিপি

গৃহবন্দি করা হয়েছে চন্দ্রবাবুর ছেলে নাড়া লোকেশ-সহ একাধিক টিডিপি নেতাকেও৷ The post গৃহবন্দি অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু, জগন সরকারের বিরুদ্ধে বিক্ষোভে টিডিপি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:26 PM Sep 11, 2019Updated: 12:26 PM Sep 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাসকদল ওয়াইএসআরসিপি-র বিরুদ্ধে গণতন্ত্র হরণের অভিযোগ তুলে বুধবার বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল অন্ধ্রপ্রদেশের বিরোধী দল তেলুগু দেশম পার্টি৷ ‘চালো আত্মাকুর’ নামের ওই বিক্ষোভ মিছিল রুখতে অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, তাঁর ছেলে নাড়া লোকেশ-সহ একাধিক টিডিপি নেতাকে গৃহবন্দি করল জগনমোহন রেড্ডি সরকার৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত অন্ধ্রপ্রদেশ৷

Advertisement

[ আরও পড়ুন: সংঘর্ষে উত্তাল উপত্যকা, কাশ্মীরে নিকেশ শীর্ষ লস্কর কমান্ডার ]

জানা গিয়েছে, অন্ধ্রের পালনাডুতে ৮ টিডিপি কর্মীকে খুনের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বুধবার ‘চালো আত্মাকুর’ নামের ওই বিক্ষোভ মিছিলের পরিকল্পনা করে টিডিপি৷ তবে এই মিছিল থেকে উত্তেজনার আশঙ্কা করে রাজ্য সরকার৷ সেই কারণে, মিছিল শুরুর আগেই গ্রেপ্তারির রাস্তায় হাঁটে প্রশাসন৷ বুধবার সকালেই গৃহবন্দি করা হয় চন্দ্রবাবু নায়ডু, তাঁর ছেলে নাড়া লোকেশকে৷ তালিকায় নাম রয়েছে টিডিপি নেতা দেবীনেই অবিনাশ, কেশিনাই নানি ও ভূমা অখিলপ্রিয়ারও। এছাড়া
নারাসারাওপেটা, সাত্তেনাপালে, পালান্ডু, গুরাজালা-সহ একাধিক জেলায় জারি হয়েছে ১৪৪ ধারাও। ইতিমধ্যে এই গ্রেপ্তারির প্রতিবাদে ১২ ঘণ্টার অনশনে বসেছেন চন্দ্রবাবু নায়ডু৷ জগন সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘‘আজকের দিনটি গণতন্ত্রের ইতিহাসে অন্যতম কালো দিন৷’’

[ আরও পড়ুন: ট্রাফিক আইন ভাঙার শাস্তি, ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা ট্রাক মালিককে ]

গত ২৩ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় সংঘর্ষে জড়িয়েছে ওয়াইএসআরসিপি ও টিডিপি কর্মী, সমর্থকরা৷ বারবার শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডু৷ জগন সরকারের বিরুদ্ধে সুর চড়ান তিনি৷ এই সমস্ত ঘটনার প্রতিবাদেই বুধবার বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল টিডিপি৷ যা বন্ধের জন্য টিডিপি নেতাদের গৃহবন্দি করলেন জগনমোহন রেড্ডি৷

The post গৃহবন্দি অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু, জগন সরকারের বিরুদ্ধে বিক্ষোভে টিডিপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার