shono
Advertisement

Breaking News

ভোট শেষের আগেই বিরোধীদের তোড়জোড়, রাহুলের সঙ্গে বৈঠক শেষে লখনউয়ে চন্দ্রবাবু

অখিলেশ, মায়াবতী, শরদ পাওয়ার, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক৷
Posted: 03:13 PM May 18, 2019Updated: 03:13 PM May 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট শেষের আগেই বিজেপি বিরোধী ঐক্যে সলতে পাকাতে ফের মাঠে নামছেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু৷ শনিবার দিনভর দফায় দফায় তিনি বৈঠক করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, এনসিপি, বিএসপি, এসপি সুপ্রিমোদের সঙ্গে৷ সেখানে আসন্ন নতুন সরকার গঠনে অবিজেপি শক্তিগুলিকে ফের এক ছাদের নিচে এনে ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা আরও একবার ঝালিয়ে নিচে চান চন্দ্রবাবু নায়ডু৷ রাজনৈতিক মহলের একাংশের মত, বিজেপির আসনপ্রাপ্তি কম হলে, সরকার গঠনে বিরোধীদের ভূমিকা কী হবে, তা ঠিক করতেই এদিন বিরোধী জোটের বৈঠক৷

Advertisement

[আরও পড়ুন: শরীরী ভাষা বলে দিচ্ছে হার মেনে নিয়েছেন মোদি, কটাক্ষ বিরোধীদের]

লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে জোটবদ্ধ হওয়ার একেবারে প্রাথমিক ধাপটি তৈরি করে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর নেতৃত্বেই বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলি হাতে হাত মিলিয়েছিলেন রাহুল গান্ধী, চন্দ্রবাবু নায়ডু, অখিলেশ যাদব, মায়াবতী, দেবেগৌড়া, শরদ পাওয়াররা৷ সময়ের সঙ্গে সঙ্গে সেই জোটের গতিপ্রকৃতি অনেক বদলেছে৷ প্রাথমিকভাবে সমমনোভাবাপন্ন যাঁরা ছিলেন, পরবর্তী সময়ে তাঁদের অনেকেই মধ্যেই মতানৈক্য দেখা দিয়েছে৷ তবু সামগ্রিকভাবে বিজেপি বিরোধী জোটে কয়েকটি মুখ এখনও উজ্জ্বল হয়ে রয়েছেন, যাঁর মধ্যে অন্যতম অন্ধ্রের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু৷ মমতা পরবর্তী সময়ে বিরোধী জোটের ব্যাটন তিনিই হাতে তুলে নিয়েছেন৷ এমনকী ২৩ মে, ভোটের ফলপ্রকাশের আগে বিরোধীদের মেগা বৈঠক হবে তাঁরই আমন্ত্রণে, তাঁরই নেতৃত্বে৷

[আরও পড়ুন: ‘মোদি শোলে ছবির আসরানি’, ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ প্রিয়াঙ্কার]

তবে তারও আগে, শেষ দফা ভোটের আগে শনিবার দিল্লিতে দিনভর মিত্রপক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করতে দৌড়ে বেড়ালেন চন্দ্রবাবু নায়ডু৷ সূত্রের খবর, সিপিআইয়ের সাধারণ সম্পাদক সুধাকর রেড্ডির সঙ্গে সকাল সকালেই বৈঠক সেরে ফেলছেন টিডিপি সুপ্রিমো৷ এরপর এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে আলোচনা৷ সন্ধেবেলা লখনউতে তাঁর বৈঠক রয়েছে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব এবং বিএসপি নেত্রী মায়াবতীর সঙ্গে৷ সবশেষে রাহুল গান্ধীর সঙ্গে আলোচনায় বসবেন চন্দ্রবাবু৷ রাজ্যে এখনও ভোটপর্ব শেষ হয়নি৷ তাই এতদিন প্রচারে ব্যস্ত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের বৈঠকে তিনি সশরীরে না থাকলেও, টেলিফোনে চন্দ্রবাবুর সঙ্গে কথা হয়েছে বলে সূত্রের খবর৷    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement