সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাড়ার মোড়ে দাঁড়িয়ে ১০ টাকায় চা চাইলেই পাওয়া যায়। কিন্তু এই দামে বিমানবন্দরে চা? সে তো স্বপ্ন। তবে এখন সবই অতীত। কারণ, এবার থেকে কলকাতা বিমানবন্দরে মাত্র ১০ টাকাতেই মিলবে চা। পরীক্ষামূলকভাবে 'উড়ান যাত্রী ক্যাফে'তে বিক্রিবাটা শুরু হওয়ায় খুশি যাত্রীরা। X হ্যান্ডেলে পোস্ট করে 'ভালো লাগছে' বলে দাবি করেছেন আপ সাংসদ রাঘব চাড্ডা। এখন প্রশ্ন হল, কেনই বা এত আপ্লুত আপ সাংসদ?
সংসদে শীতকালীন অধিবেশনে বিমানবন্দরে খাবারের অতিরিক্ত দাম নিয়ে সুর চড়ান রাঘব চাড্ডা। তিনি জানান, বিমানবন্দরে জলের দাম ১০০ টাকা, এক কাপ চায়ের দাম ২০০-২৫০ টাকা। যা কিনতে গিয়ে বহুক্ষেত্রেই আমজনতার পকেটে ছেঁকা লাগে। জল কিনতে গেলেও দুবার ভাবতে হয় সাধারণ মানুষকে। সেই সমস্যা সমাধানে কেনও বিমানবন্দরগুলিতে সস্তায় ক্যাফে বা ক্যান্টিন খোলা হয় না, সেই প্রশ্ন তোলেন। আর তার মাত্র কয়েকদিনের মধ্যে কলকাতা বিমানবন্দরে খুলল 'উড়ান যাত্রী ক্যাফে'।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে বিমানবন্দরগুলির পরিকাঠামোগত উন্নয়নে পাইলট প্রকল্প নেওয়া হয়েছে। সেই পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত 'উড়ান যাত্রী ক্যাফে'। যেখানে কম দামে পাওয়া যাচ্ছে খাবার ও জল। পরীক্ষামূলকভাবে 'উড়ান যাত্রী ক্যাফে' চালু হয়েছে কলকাতা বিমানবন্দরে। শীতকালীন অধিবেশনে তাঁর বক্তব্যের ভিডিও এবং 'উড়ান যাত্রী ক্যাফে'র ছবি X হ্যান্ডেলে পোস্ট করেন আপ সাংসদ রাঘব চাড্ডা।
তিনি লেখেন, "পরিবর্তন দেখে খুশি। আমি শীতকালীন অধিবেশনে এই সমস্যা নিয়ে বলেছিলাম। কলকাতা বিমানবন্দরে চায়ের দাম কমে গিয়েছে। এটা সাধারণ মানুষের জয়। পরিবর্তনের কারণ হতে পেরে গর্বিত। অন্যান্য বিমানবন্দরেও আশা করি সাধ্যের মধ্যে খাবারের দাম হবে।" পরবর্তী অধিবেশনে আর কোন কোন ইস্যু তুলে ধরবেন, সে প্রশ্নও সাধারণ মানুষের উদ্দেশে ছুঁড়ে দেন আপ সাংসদ।