সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইচ্ছে থাকলেই নাকি উপায় হয়৷ সেই কারণেই হয়তো ক্যাশলেস লেনদেনের মতো অসাধ্য সাধন করে দেখাতে পেরেছে গোয়া৷ দেশের প্রথম ক্যাশলেস রাজ্য হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে এই রাজ্য৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ক্যাশলেস ইকোনমি’র স্বপ্নপূরণ নিয়ে যেখানে বিরোধীরা সরব, সেখানে নিঃশব্দে ক্যাশলেস হয়ে উঠতে উদ্যোগী দেশের বিভিন্ন প্রান্ত৷ ‘অসম্ভব’ শব্দকে বুড়ো আঙুল দেখিয়ে এবার ক্যাশলেসে পরিণত হতে চলেছে একটি গ্রাম৷ ঠিকই পড়েছেন৷ ছত্রিশগড়ের দান্তেওয়াড়া জেলার পালনার গ্রামটি সে রাজ্যের প্রথম ক্যাশলেস গ্রামের স্বীকৃতি পেতে চলেছে৷
নকশাল অধ্যুষিত গ্রামটি আতঙ্ক কাটিয়ে এখন অনেকটাই শান্ত৷ সেই গ্রামকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে ছত্রিশগড় সরকার৷ শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিং ক্যাশলেস প্রকল্পের শিলান্যাস করছেন৷ মু্খ্যমন্ত্রীর জন্য কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে গ্রামকে৷ গ্রামের সার্বিক উন্নতির জন্য সরকারের তরফে ৫০ কোটি টাকা দেওয়া হচ্ছে গ্রামটিকে৷
ক্যাশলেস লেনদেনের জন্য গ্রামেই তৈরি হচ্ছে শপিং মল, দুধের এটিএম এবং পশুখামার৷ পাশাপাশি গোটা এলাকায় মিলবে ওয়াই-ফাই পরিষেবা৷ বসানো হবে পিওএস মেশিনও৷ এখানেই শেষ নয়৷ স্বাস্থ্যক্ষেত্রেও ক্যাশলেস লেনদেনের ব্যবস্থা থাকবে৷ হেলথ এটিএম-এর মাধ্যমে চিকিৎসার পর পেমেন্ট করতে পারবেন গ্রামবাসীরা৷ পাশাপাশি ডিজিটাল ইন্ডিয়ার কথা মাথায় রেখে গ্রামের ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি হবে ই-ক্লাস এবং ই-লাইব্রেরি৷
এর আগে সংবাদের শিরোনামে উঠে এসেছিল থানের দাসাই গ্রামের কথা৷ জানা গিয়েছিল, সেখানে প্রত্যেক গ্রামবাসীর কাছে রয়েছে কার্ড৷ অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে নগদের থেকে কার্ডের উপরই ভরসা রাখেন সেই গ্রামের সাধারণ মানুষ৷