সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থের লোভ অনেক মানুষকেই বিপথে চালিত করে৷ শুধু অভাব অনটন থেকে মুক্তি পেতেই নয়, টাকার জন্য শিক্ষিত বা উঁচুতলার মানুষও জেনেশুনে অনেক বেআইনি কাজে জড়িয়ে পড়েন৷ এ সমাজের বুকেই তেমন নানা উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ ফের তেমনই এক ছবি ধরা পড়ল গাজিয়াবাদে৷ সামান্য কিছু অর্থের জন্য দুধের শিশুকে বেআইনিভাবে কিনে বিক্রি করে দিল এক চিকিৎসক৷ কথায় বলে নারী মায়ের রূপ৷ অথচ এক মহিলা চিকিৎসকেরই লোভের শিকার হল শিশু৷ কিন্তু রাখে হরি মারে কে! পুলিশি তৎপরতায় তিন হাত ঘুরে নিজের বাবা মায়ের কাছেই অবশেষে ফিরে এসেছে ছোট্ট শিশুটি৷
হলিউডের জনপ্রিয় ছবি ‘বেবিস ডে আউট’-এর ধাঁচেই যেন ঘরের ছেলে ঘরে ফিরল৷ ঘটনাটা তাহলে খুলে বলা যাক৷ শচীন ও পুজা ৫ বছর ও ১৩ মাসের ছেলে যশকে নিয়ে গাজিয়াবাদের লক্ষ্মীনগরের একটি ফ্ল্যাটে থাকেন৷ পুজার ভাই ও ভাইয়ের বন্ধু সুনীল একই এলাকার বাসিন্দা৷ গত সপ্তাহে দুই ছেলেকে বাড়িতে রেখে ভাইয়ের বাড়ি থেকে জল আনতে গিয়েছিলেন পুজা৷ সদর দরজা খোলাই ছিল৷ শচীনও বাড়ি ছিলেন না৷ মাকে বাইরে যেতে দেখে বড় ছেলেও পিছু পিছু যায়৷ আর সেই সুযোগে পুজা ও শচীনের বাড়িতে ঢুকে যশকে তুলে নিয়ে চম্পট দেয় সুনীল৷ এই কাজে তার সঙ্গী ছিল রাহুল৷
সেখান থেকে বেরিয়ে এক মুহূর্ত দেরি না করে চাঁদবীরকে ফোন করে সুনীল৷ বিক্রির জন্য চাঁদবীর ও পুনমের কাছে যশকে দিয়ে দেয় সুনীল৷ এদিকে, বাড়ি ফিরে পুজা দেখেন দোলনায় তাঁর ছেলে শুয়ে নেই৷ সঙ্গে সঙ্গে ত্রোনিকা সিটি থানায় ছেলে অপহরণের অভিযোগ দায়ের করেন তিনি৷ আর যশ? হাত বদলের পালা তখনও শেষ হয়নি৷
চাঁদবীরের কাছ থেকে ৭০ হাজার টাকার বিনিময়ে যশকে কিনে নেয় ডক্টর অনিতা ভিজ৷ যশকে কেনার পিছনে অনিতার একটাই উদ্দেশ্য ছিল৷ আরও চড়া দামে তাকে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করা৷ ৩ লক্ষ টাকার বিনিময়ে যশকে সন্তানহীন দম্পতি জৈন ও তাঁর স্ত্রী অর্চনার হাতে তুলে দেয় অনিতা৷
ঘটনার খবর পাওয়া মাত্র সুনীলের সঙ্গী রাহুলকে গ্রেফতার করে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করেই সুনীল ও চাঁদবীরের হদিশ মেলে৷ চাঁদবীর ও পুনমকে গ্রেফতার করলে অনিতার কথা জানতে পারে পুলিশ৷ অবিলম্বে অনিতা ও জৈনকে গ্রেফতার করা হয়৷ তবে অর্চনাকে এখনও নিখোঁজ৷ ছোট্ট যশকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুজা ও শচীন৷
The post দু’বার বিক্রি হয়েও বাড়ি ফিরল ছোট্ট যশ appeared first on Sangbad Pratidin.