সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিঙ্গা শরণার্থীদের ভারতে প্রবেশ ঠেকাতে তৎপর বিএসএফ। অনুপ্রবেশ রুখতে সীমান্তে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। বাংলাদেশ সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। আর তাদের আটকাতে লঙ্কার গুড়ো ও স্টান গ্রেনেড ব্যবহার করছে বিএসএফ।
[ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক, আপনি কি আদৌ সুরক্ষিত?]
কাউকে গ্রেপ্তার বা আহত না করে শুধু ভয় দেখিয়ে সীমান্তে অনুপ্রবেশে বাধা দেওয়ার নয়া কৌশল নেওয়া হয়েছে। তাই লঙ্কাগুড়ো ও স্টান গ্রেনেডের ব্যবহার করা হচ্ছে বলে জানালেন বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পিআরএস জয়সওয়াল। রোহিঙ্গাদের অনুপ্রবেশ রুখতে বিএসএফকে নির্দয় হতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। দিল্লিতে বিএসএফ-এর এক শীর্ষ আধিকারিকের কথায়, রোহিঙ্গাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তাদের আঘাত করাও হচ্ছে না। কিন্তু কোনও রোহিঙ্গাকে দেশের মাটিতে ঢুকতে দেওয়া হবে না। গ্রেনেড ব্যবহার করে লঙ্কাগুড়ো ছোড়া হচ্ছে।
[বিদেশিদের প্রতিমা দর্শনে অভিনব উদ্যোগ রাজ্যের]
২৫ অগাস্টের পর প্রায় ৪ লক্ষ ২০ হাজার রোহিঙ্গা মায়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। বাংলাদেশের ত্রাণ শিবিরগুলিতে তারা আশ্রয় নিয়েছে। ভারতের আশঙ্কা, বাংলাদেশে স্থান সঙ্কুলানের কারণে সীমান্ত পেরিয়ে এদেশেও অনুপ্রবেশ করার চেষ্টা করছে রোহিঙ্গারা। তারা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি রাজনাথ সিংও জানিয়েছেন, ভারতে রোহিঙ্গাদের প্রবেশ অবৈধ। তবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুই রোহিঙ্গা প্রতিনিধি শুক্রবার শীর্ষ আদালতে জানান, শান্তিপ্রিয় রোহিঙ্গা শরণার্থীদের বেশিরভাগই অপরাধমূলক কাজে জড়িত নয়।
[দেশ থেকে মশা তাড়াতে হবে, সুপ্রিম কোর্টে আজব মামলা]
রাষ্ট্রসঙ্ঘের হিসাবে, গত চার সপ্তাহে ৪ লাখ ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতেও মরিয়া কয়েকশো রোহিঙ্গা।
The post রোহিঙ্গাদের ঠেকাতে এবার লঙ্কার গুড়ো ছুড়বে বিএসএফ appeared first on Sangbad Pratidin.