shono
Advertisement

Breaking News

ট্রাম্প জমানার ‘ঠান্ডা যুদ্ধ’ শেষ, বিডেনের আমেরিকার সঙ্গে সুসম্পর্ক ফেরানোর বার্তা চিনের

চিনের উন্নতিতে আমেরিকার ‘হিংসা’হচ্ছে, এমন ইঙ্গিতও করেছে বেজিং।
Posted: 01:42 PM Jan 03, 2021Updated: 01:42 PM Jan 03, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেজে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিদায়ের ঘণ্টা। আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশ করবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন (Joe Biden)। এই অবস্থায় আমেরিকার সঙ্গে তাদের তলানিতে পৌঁছে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধারের আশায় বেজিং। ‘জিনহুয়া নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে চিনের (China) বিদেশমন্ত্রী ওয়ান ই’র কথায় ফুটে উঠল তেমনই সুর।

Advertisement

শনিবার বিডেন প্রশাসনের প্রতি আশা ব্যক্ত করার পাশাপাশি ট্রাম্পের প্রতি ক্ষোভও জানাতে দেখা গেল তাঁকে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের জমানায় বেজিংয়ের বিরুদ্ধে ‘ঠান্ডা যুদ্ধ’ শুরু করা হয়েছে বলে তোপ দাগলেন ওয়াং ই। তাঁর কথায়, ‘‘চিনকে অবদমনের চেষ্টায় নতুন ‘ঠান্ডা যুদ্ধ’ শুরু করেছে  আমেরিকা। একথা প্রমাণিত যে, এর ফলে কেবল দু’দেশের মানুষদেরই স্বার্থ বিঘ্নিত হয়নি। পাশাপাশি গোটা বিশ্বকেই তার ফল ভুগতে হয়েছে।’’

[আরও পড়ুন: নেপালে ফের রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের দাবিতে বিক্ষোভ, কাঠমাণ্ডুর রাস্তায় জনতার ঢল]

আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতির ব্যাপারে আশা প্রকাশ করার পাশাপাশি চিনের উন্নতিতে আমেরিকার ‘হিংসা’ হচ্ছে, এমন ইঙ্গিতও উঠে আসে তাঁর কথায়। তিনি বলেন, ‘‘আমরা জানি, আমেরিকার অনেকেই চিনের দ্রুত উন্নতিতে অস্বস্তি বোধ করে। কিন্তু শীর্ষে থাকতে হলে অন্যদের উন্নয়নের পথ না আটকে ক্রমাগত আত্মোন্নতির চেষ্টা করাই ভাল।’’ তবে তাঁরা যে এবার নতুন করে সম্পর্কটা শুরু করতে চাইছেন তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। মার্কিন-চিন সম্পর্ক যে এক নতুন পথের বাঁকে এসে দাঁড়িয়েছে তা পরিষ্কার করে ওয়াং ই বলেন, ‘‘আশার নতুন জানলা খুলতে চলেছে।’’

প্রসঙ্গত, বাণিজ্য থেকে তিব্বত ও তাইওয়ান ইস্যুতে বেজিংয়ের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক হতে দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। পাশাপাশি করোনা ভাইরাসকে ‘চিনা ভাইরাস’ বলে কটাক্ষ করে অতিমারীর জন্য বেজিংকে দায়ী করেও একাধিক বার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কড়া সমালোচনাও করেছেন। এবার সেই অধ্যায়কে পেরিয়ে নতুন পর্বের আশায় চিন।

[আরও পড়ুন: ফের আফগানিস্তানে আততায়ীদের গুলিতে খুন সাংবাদিক! গত দু’মাসে পাঁচজনের মৃত্যু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement