সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানানোর পরে নিখোঁজ হয়েছিলেন শাহাজাহানপুরের এক যুবতী। এরপরই তাঁর বাবা পুলিশের কাছে প্রাক্তন ওই কেন্দ্রীয়মন্ত্রীর নামে অপহরণের অভিযোগ দায়ের করেন। বিষয়টিকে কেন্দ্র করে দেশব্যাপী উত্তেজনা তৈরি হতেই নড়েচড়ে বসে যোগী প্রশাসন। শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়, ‘ওই যুবতীকে তাঁর এক বন্ধুর সঙ্গে রাজস্থানে দেখতে পেয়েছেন শাহাজাহানপুর থানার পুলিশকর্মীরা। এবিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ এরপরই এই বিষয়ে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। ওই যুবতীকে কখন আদালতের সামনে হাজির করা হবে তা জানতে চায়। প্রশাসনের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে যুবতীটি কোথায় এবং কী অবস্থায় রয়েছেন তা জানাতে বলে। তাঁর সঙ্গে কথা বলার পরেই আদালত এই বিষয়ে নিজের রায় জানাবেন বলে জানায়।
[আরও পড়ুন: ‘বিজেপির ওয়াশিং মেশিনে সবাই সাফ হয়ে যায়’, মন্তব্য করে বিপাকে কেন্দ্রীয় মন্ত্রী]
এর আগে উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি ওপি সিং জানান, অভিযোগ পাওয়ার পরেই একদল পুলিশকর্মী মেয়েটির সন্ধানে তল্লাশি চালাচ্ছিলেন। শুক্রবার সকালে ওই যুবতীকে রাজস্থানে তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা গিয়েছে। তিনি ভালই আছেন। তাঁকে শাহাজাহানপুরে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
গত ২৪ আগস্ট স্বামী চিন্ময়ানন্দের নাম না করে সোশ্যাল মিডিয়ায় যৌন হেনস্থার অভিযোগ করেন এসএস ল কলেজের ওই ছাত্রী। একটি ভিডিওতে কাঁদতে কাঁদতে ২৩ বছরের ওই যুবতী বলেছিলেন, ‘কলেজের পরিচালন সমিতির প্রভাবশালী ব্যক্তিরা ছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। দীর্ঘদিন ধরে এক প্রভাবশালী নেতা ও সন্ন্যাসী অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। কিন্তু, প্রশাসনের লোকেরা তার সঙ্গে থাকায় কেউ কিছু করছে না। কিছুদিন আগে আমার সঙ্গেও একই ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তি। ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণও আছে আমার কাছে। কিন্তু, এই বিষয়ে অভিযোগ জানানোর পরেই আমাকে ও আমার পরিবারের প্রাণে মারার হুমকি দিচ্ছে। মোদিজি ও যোগীজির কাছে অনুরোধ করছি, তাঁরা আমাকে সাহায্য করুন। না হলে কেউ ওর কিছু করতে পারবে না।’
[আরও পড়ুন: তিহার জেলে আতঙ্ক! সিবিআইয়ের হেফাজতেই থাকতে চেয়ে আবেদন চিদম্বরমের]
এই ভিডিও প্রকাশের পরেরদিনই নিখোঁজ হয়ে যান চিন্ময়ানন্দের ট্রাস্ট দ্বারা পরিচালিত শাহাজাহানপুর আইন কলেজের ওই ছাত্রী। এরপরই স্থানীয় থানায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন মেয়েটি বাবা। তারপর থেকে চারদিকে মেয়েটির পোস্টার ছাপিয়ে সন্ধান শুরু করেছিল পুলিশ।
The post বিজেপি নেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগকারিণীকে আদালতে হাজির করার সুপ্রিম নির্দেশ appeared first on Sangbad Pratidin.