shono
Advertisement
Tollywood

২৫-এ তারকাদের রেজলিউশন, জিম-হেলদি ডায়েট, কারও সিগারেটকে বিদায়ের পণ

সংবাদ প্রতিদিন ডট ইনকে একান্তভাবে 'রেজলিউশন' জানালেন টলিউড সেলেবরা।
Published By: Sandipta BhanjaPosted: 05:56 PM Jan 01, 2025Updated: 05:56 PM Jan 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি বছর চলে যাওয়ার পরই নতুন বছরে নতুন পরিকল্পনা শুরু হয় সকলের। আমজনতা থেকে সেলেব সকলেই ২০২৫ সালের রেজলিউশনে মেতেছেন ইতিমধ্যে। তারকাদের কারা কী রেজলিউশন (New Year's resolution 2025) নিলেন? সংবাদ প্রতিদিন ডট ইনকে একান্তভাবে জানালেন টলিউড সেলেবরা।

Advertisement

পরমব্রত চট্টোপাধ্যায় জানালেন, "চব্বিশে সিগারেট ছেড়েছিলাম। ইলেকট্রনিক সিগারেটে (ভ্যাপ) টান দিতাম এই একবছর। তবে পঁচিশে সেটাও ছেড়ে দেব। এটাই আমার রেজলিউশন। নতুন বছরে মনের মতো আরও অনেক কাজ করতে চাই। যে কাজগুলো প্ল্যান করে রেখেছি, সেগুলো যেন হয়ট। সর্বসাকুল্যে বাংলা সিনেমা এবং ভারতীয় সিনেমার ভালো হোক, এটাই চাই। মানুষের সুস্থ বুদ্ধি যেন মনে-মাথায় বিরাজ করে, এটা খুব গুরুত্বপূর্ণ।"

স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথায়, "আমার তো মান্থলি রেজলিউশনটাই নিউ ইয়ার রেজলিউশন হয়ে গিয়েছে। পঁচিশে সিগারেট খাওয়া একেবারে ছেড়ে দেব। ২০২৪ সালে পাঁচ মাস যদিও ধূমপান করিনি। তার পর যা হয়! আবার শুরু হল। ডিসেম্বর মাসে ভাবলাম এই তো ১৩ তারিখ জন্মদিনে ছেড়ে দেব। তার পর সেটা ২৫ ডিসেম্বর অবধি গড়াল। এখন ভাবছি নতুন বছরেই ধূমপান করা বন্ধ করে দেব।"

"নতুন বছরে সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক", একটাই চাওয়া আবির চট্টোপাধ্যায়ের। স্বস্তিকা দত্ত শেয়ার করলেন তাঁর একগুচ্ছ রেজলিউশনের কথা। প্রথমত, নিজের কাজে আরও দক্ষ হতে চাই। চেষ্টা করব আরও বুঝেশুনে কথা বলার। শরীরচর্চাকে আরও সিরিয়াসলি নেব। বেশি করে জিমে যাব। আর চতুর্থত, নিজেকে আরও ভালোবাসব।

চব্বিশে বিয়ে-সন্তানে পরিপূর্ণ কাঞ্চন-শ্রীময়ীর সংসার। বিতর্কেও জড়িয়েছেন একাধিকবার। তবে সমস্ত নেগেটিভিটি দূরে সরিয়ে নতুন বছরে নতুন শুরু করার অঙ্গীকার তাঁদের। শ্রীময়ী চট্টরাজ বললেন, "জীবন থেকে সমস্ত নেগেটিভ, সংকীর্ণ চিন্তাভাবনার মানুষদের ফিল্টার করার চেষ্টা করব। ২০২৪ সালে অনেক কিছু শিখে ইতিমধ্যেই অনেককে ছেঁটে ফেলেছি। আরেকটা হচ্ছে জিমে যাব।" কাঞ্চন মল্লিক জানালেন, "নতুন বছরে কৃষভি এবং শ্রীময়ীকে আরও ভালো রাখার চেষ্টা করব এবং জনসাধারণের সেবায় যে কাজ করি, সেটা আরও ভালোভাবে, সুস্থ ও সঠিকভাবে করার চেষ্টা করব। চব্বিশে নেগেটিভিটি দূরে সরিয়েছি। পঁচিশে ফিল্টার করব।"

ছবি: শিলাদিত্য দত্ত

রেজলিউশন নিয়ে ঋতব্রত মুখোপাধ্যায়ের মন্তব্য, "চব্বিশ আমাকে ব্যক্তিগতজীবনে, কর্মজীবনে অনেক কিছু দিয়েছে। ২০২৫-এ আমার রেজলিউশন আমি যেন সকলকে নিয়ে আরও বেশি করে মন দিয়ে কাজ করতে পারি। পরিবার, বন্ধুবান্ধবদের নিয়ে চুটিয়ে আনন্দ করতে পারি। প্রত্যেকে যেন আরও বেঁধে বেঁধে থাকি।" বিবৃতি চট্টোপাধ্যায়ের রেজলিউশন, "২০২৫ সালে আরও স্বাস্থ্য সচেতন খাবার খাওয়া এবং রোজ জিমে যাওয়ার চেষ্টা করব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সর্বসাকুল্যে বাংলা সিনেমা এবং ভারতীয় সিনেমার ভালো হোক, এটাই চাই: পরমব্রত চট্টোপাধ্যায়।
  • স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথায়, "আমার তো মান্থলি রেজলিউশনটাই নিউ ইয়ার রেজলিউশন হয়ে গিয়েছে।
  • শ্রীময়ী চট্টরাজ বললেন, "জীবন থেকে সমস্ত নেগেটিভ, সংকীর্ণ চিন্তাভাবনার মানুষদের ফিল্টার করার চেষ্টা করব।"
Advertisement