shono
Advertisement

Breaking News

মুসলিম মেয়েকে ঘরে তুলে বিপাকে রাহুল, অশান্তির আগুনে পুড়ল গ্রাম! দেখুন ভিডিও

ছবিতে রাহুলের সঙ্গে দেখা যাবে নতুন অভিনেত্রীকে।
Posted: 02:59 PM Jul 10, 2023Updated: 03:00 PM Jul 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ম নাকি মনুষ্যত্ব, কোনটা আগে? এই প্রশ্নেরই উত্তর খুঁজবে নতুন বাংলা ছবি ‘ফতেমা’। ছবিতে অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং নতুন নায়িকা মুন।

Advertisement

কীরকম গল্প বলবে এই ছবি?

হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হন ফতেমার বাবা, বন্ধ হয় রিকশা চালানো। উপার্জনের পথ বন্ধ হতেই বন্ধ হল ফতেমার লেখাপড়া। ফতেমা ভেবেছিল পড়াশোনা করে সরকারি চাকরি পেয়ে একসময় বাবার সমস্ত কষ্ট দূর করবে কিন্তু এখন তো সংসার চালানোই মুশকিল। ফতেমার বাবা মারাও গেলেন, আর মাকে তো সে কবেই হারিয়েছে। কঠিন সময় ফতেমার পাশে দাঁড়ালেন গ্রামের পুরোহিত সাধন ঠাকুর। সাধন ঠাকুরের বাড়িতেই ঠাঁই হল ফতেমার। গ্রাম জুড়ে শুরু হল নানা গুঞ্জন, নানা বিতর্ক। পুরোহিতের বাড়িতে মুসলিমকন্য়া! শুরু হল ধর্ম নিয়ে টানাটানি। এমনই এক গল্প নিয়ে আসছে পরিচালক আতিউল ইসলামের ছবি ‘ফতেমা’। মুক্তি পেল এই ছবির ট্রেলার।

[আরও পড়ুন: প্রেম পেল পরিণতি, ‘জাস্ট ম্যারেড’ অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার]

এই ছবিতেই মুখ্য় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্য়ায়কে। রাহুলের পাশাপাশি এই ছবিতে দেখতে পাওয়া যাবে লাবণি সরকার, রাজু মজুমদার, সান্তনা বসু, বরুণ চক্রবর্তী, অনিন্দিতা সোম, মনোজিৎ বোরাল সহ টলিপাড়ার একাধিক অভিনেতাদের।

[আরও পড়ুন: ফুটল বিয়ের ফুল! ব্যাচেলর-ব্রত ভেঙে গোপনে বিয়ে টলিনায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement